আত্মঘাতী হামলাকারী আফগানিস্তান থেকে এসেছে: পাকিস্তান

Share Now..

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের কোয়েটা শহরে আফগান সীমান্তের কাছে মুসটেঙ রোডে নিরাপত্তা বাহিনীর চেকপোস্টে আত্মঘাতী বোমা হামলার ঘটনা ঘটে। গত রবিবার (৫ সেপ্টেম্বর) হওয়া এ হামলায় তিনজন নিহত ও আহত হয়েছেন আরও ২০ জন। হামলায় অংশ নেওয়া ব্যক্তিরা আফগানিস্তান থেকে এসেছিল। জিও নিউজের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে টাইমস অব ইন্ডিয়া।

ইসলামাবাদে এক সংবাদ সম্মেলনে পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী শেখ রাশিদ বলেন, কোয়েটা শহরের মিয়ান ঘুন্দি এলাকায় এবং গোয়াদার বিস্ফোরণে জড়িত সন্ত্রাসীরা আফগানিস্তান থেকে এসেছিল। তাদেরকে শনাক্ত করা সম্ভব হয়েছে।

এদিকে, কোয়েটা হামলার দায় স্বীকার করেছে জঙ্গি গোষ্ঠী তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)।

হামলার নিন্দা ও হতাহতদের প্রতি সমবেদনা জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খান। তিনি বলেন, চেকপোস্টে টিটিপির আত্মঘাতী হামলার তীব্র নিন্দা জানাচ্ছি। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা এবং আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *