আত্মহত্যা না হত্যা ? শৈলকুপায় গাছে গৃহবধুর ঝুলন্ত মরদেহ

Share Now..

শৈলকুপা প্রতিনিধি ঃ
ঝিনাইদহের শৈলকুপায় গাছ থেকে এক গৃহবধুর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার চন্ডীপুর গ্রামের লিচু গাছে মঙ্গলবার সকালে এই মরদেহ পাওয়া যায়। নিহত গৃহবধু শিরীনা খাতুন যোগীপাড়া গ্রামের মনজের আলীর স্ত্রী। শিরীনা খাতুন চন্ডীপুর গ্রামের জোনাব আলীর মেয়ে ।
শিরীনা স্বামী সন্তান নিয়ে বাবার বাড়ীর পাশেই বসবাস করতো। এটি আত্মহত্যা নাকি হত্যা তা নিয়ে এলাকাবাসীর মাঝে প্রশ্ন দেখা দিয়েছে। এব্যাপারে সুষ্পষ্ট কেউ না বললেও অভিযোগের তীর স্বামীর দিকে । তার স্বামী এহত্যাকান্ড ঘটাতে পারে বলে অনেকের ধারণা। পুলিশ শিরীনার স্বামী মনজের কে আটক করেছে ।
নিহত শিরীনার ছেলে কলেজ পড়ুয়া মোঃ সাব্বির বলেন,রাত ৮টার পর থেকে তার বাবা মায়ের মধ্যে ঝগড়া চলছিল। একপর্যায়ে বাবা মায়ের ঝগড়া থামাতে গেলে বাবা তার উপর চড়াও হয়। এর পর সাব্বিরের সামনে তার মায়ের পেটে কয়েকটি লাথি দেয় তার বাবা। পববর্তীতে কোন সাড়া শব্দ আর পাওয়া যায় না। সকালে ঘুম থেকে উঠে প্রতিবেশীরা তার মায়ের মরদেহ লিচু গাছে ঝুলন্ত অবস্থায় দেখতে পায় এরপর তাদের সংবাদ দিলে তারা লিচু বাগানে একটি লিচু গাছের সাথে তার মায়ের ঝুলন্ত লাশ দেখতে পায় । সকালে পুলিশ এসে মরদেহটি উদ্ধার করে।এরপর প্রতিবেশীরা
শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, তাদের স্বামী স্ত্রীর মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল । সোমবার রাতে তাদের মধ্যে আবারও ঝগড়া হয়।আমরা সকালে খবর পেয়ে
লিচু গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহটি উদ্ধার করি। এটি হত্যা না আত্মহত্যা তদন্ত শেষে বলা যাবে। মরদেহ ঝিনাইদহ মর্গে পাঠানো হয়েছে। জিজ্ঞাসার জন্য স্বামীকে থানায় আনা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *