আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা \ সংঘর্ষে আহত ৩

Share Now..

\ কোটচাঁদপুর প্রতিনিধি \
বিজ্ঞ আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে নালিশী জমিতে জোরপূর্বক গভীর নলক‚প বসানোর ঘটনায় দু’পক্ষের সংঘর্ষে ৩ জন আহত হয়েছেন। আহতরা কোটচাঁদপুর ও মহেশপুর হাসপাতালে চিকিৎসা নেন। দায়ের কোপে গুরুতর আহত বি.এম আসাদ (৩২) কে কোটচাঁদপুর হাসপাতালে চিকিৎসা দেয়া হয়। স্থানীয়রা জানান, বুধবার (৩ জুলাই) সকাল ৮টার দিকে প্রতিপক্ষ মতিয়ার রহমান গং দেশীয় অস্ত্রে সজ্জিত হয়ে নালিশী জমিতে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর নলক‚প স্থাপনের কাজ শুরু করেন। এসময় বাদীপক্ষের লোকজন নলক‚প স্থাপনে বাধা দিলে সংঘর্ষের সূত্রপাত হয়। এতে সেলিম বিশ্বাস (৪৫), বি.এম আসাদ (৩২) ও মহি উদ্দিন (৪৭) আহত হন। সূত্র জানায় মহেশপুর উপজেলার যদুনাথপুর গ্রামের ১৫৪নং মৌজার ৪৯৫নং দাগের জমিতে গভীর নলক‚প স্থাপন নিয়ে একই এলাকার বাদী বিল্লাল হোসেন ও বিবাদী মতিয়ার রহমানের সাথে দীর্ঘদিন ধরে বিরোধ চলছে। স্থানীয় চাষীরা নালিশী জমিতে প্রায় ২ দশক ধরে পর্যায়ক্রমে ১০টি অগভীর নলক‚প বসিয়ে চাষাবাদ করছেন। কিন্তু বিবাদী মতিয়ার রহমান গং ব্যবসার উদ্দেশ্যে প্রভাব খাটিয়ে উক্ত জমিতে গভীর নলক‚প স্থাপনের পাঁয়তারা করছেন। এ অবস্থায় বিল্লাল হোসেন, দাউদ হোসেনসহ চাষীরা বিজ্ঞ আদালতে পৃথক ৩টি মামলা দায়ের করেন। যা বর্তমানে চলমান রয়েছে। এ ব্যাপারে মহেশপুর থানার অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমানের সাথে ফোনে কথা বলার চেষ্টা করা হলে তিনি ফোন রিসিভ করেননি। ১৪৪ ধারার নোটিশ প্রদানকারী এস.আই হাসানুজ্জামান বলছেন আদালত থেকে পাঠানো ১৪৪ ধারার নোটিশটি বিবাদীকে পাঠানোই পুলিশের কাজ। এর বাইরে আমাদের কিছুই করার নেই। আদালতের নির্দেশনা অমান্য করা হলে পুনরায় বাদীকে আদালতের শরনাপন্ন হতে হবে।

One thought on “আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গভীর নলকূপ স্থাপনের চেষ্টা \ সংঘর্ষে আহত ৩

  • July 3, 2024 at 3:30 pm
    Permalink

    It’s in fact very difficult in this active life to listen news on Television, thus I just use
    web for that purpose, and obtain the most up-to-date information.

    Reply

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *