আদালত কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণ চেয়ে হাইকোর্টে রিট

Share Now..

আদালত কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। আবেদনে আদালত কক্ষে লোহার খাঁচা স্থাপনের সিদ্ধান্ত কেন অবৈধ ঘোষণা করা হবে না এবং বিদ্যমান লোহার খাঁচা অপসারণ করে কাঠের ডক কেন প্রতিস্থাপন করা হবে না—এই মর্মে রুল জারির জন্য আদালতে আবেদন জানানো হয়েছে। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর দ্বৈত হাইকোর্ট বেঞ্চে এ রিটের ওপর শুনানি হতে পারে।

মঙ্গলবার (23 জানুয়ারী) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় এই রিট দায়ের করা হয়।

রিট দায়েরকারী আইনজীবী শিশির মনির জানান, অধস্তন আদালত ও ট্রাইব্যুনাল এই ধরনের লোহার খাঁচা অতীতে ছিল না। বর্তমানে প্রায় শতাধিক আদালতে এই ধরনের খাঁচা বিদ্যমান। এর সিংহভাগ ঢাকায় অবস্থিত। এই ধরনের খাঁচা ব্যবস্থাপনা সংবিধানের ৩১, ৩২ ও ৩৫(৫) অনুচ্ছেদের সঙ্গে সাংঘর্ষিক। ৩৫(৫) এ বলা আছে—কারো সঙ্গে নিষ্ঠুর-অমানবিক আচরণ করা যাবে না। অযথা এই খাঁচা ব্যবস্থার মাধ্যমে নাগরিকদের সঙ্গে নিষ্ঠুর অমানবিক ও বর্বর আচরণ করা হচ্ছে। গত ১৬ অক্টোবর লোহার খাঁচা অপসারণে ১০ আইনজীবীর পক্ষে আইনি নোটিশ পাঠানো হয়। নোটিশের জবাব না পেয়ে হাইকোর্টে এ রিট করেন ১০ আইনজীবী।

651 thoughts on “আদালত কক্ষ থেকে লোহার খাঁচা অপসারণ চেয়ে হাইকোর্টে রিট

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *