আনোয়ারায় ১৭ লাখ টাকার বিদেশি মদসহ গ্রেপ্তার ১

Share Now..

চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় ১৭ লাখ টাকা মূল্যের ১৯০ বোতল বিদেশি মদসহ আমির হোসেন (১৯) নামের এক পিকআপ ড্রাইভারকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (২৮ জুন) দিবাগত রাত আড়াইটার দিকে উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

জানা যায় গ্রেপ্তারকৃত আমির হোসেন খাগড়াছড়ি জেলার মাটিরাঙা থানার খেদাছড়া গ্রামের কামাল উদ্দিনের ছেলে। 

থানা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে গোবাদিয়া সড়ক থেকে একটি পিকআপের মধ্যে বিভিন্ন ব্র্যান্ডের ১৯০ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়। 

এ নিয়ে আনোয়ারা থানার অফিসার ইনচার্জ (ওসি) সোহেল আহমেদ জানান, ধারণা করা হচ্ছে জাহাজ থেকে এসব মদ খালাস হয়ে চট্টগ্রাম শহরের দিকে নিয়ে যাওয়া হচ্ছিলো। এখনো বিস্তারিত জানা সম্ভব হয়নি। আটককৃতের বিরুদ্ধে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *