আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের ৩ সদস্য গ্রেফতার মোটর সাইকেল উদ্ধার

Share Now..

\ চুয়াডাঙ্গা প্রতিনিধি \
চুয়াডাঙ্গার জীবননগরে আন্তঃজেলা মোটর সাইকেল চোর চক্রের তিন সদস্যকে আটক করেছে পুলিশ। তাদের নিকট থেকে ১টি মোটর সাইকেল জব্দ করা হয়েছে।
গতকাল শনিবার (১৭ ফেব্রæয়ারী) ভোর সাড়ে ৪টার দিকে উপজেলার পৌরসভার বাঁকা ব্রিক ফিল্ড মোড় নামক স্থান থেকে তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এস, এম জাবীদ হাসান।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন, আন্তঃজেলা চোর চক্রের সদস্য ঝিনাইদহ জেলার কালীগঞ্জ উপজেলার ফয়লা গ্রামের হাসপাতাল পাড়ার আবু বক্কর সিদ্দিকের ছেলে পরশ (৩০), চুয়াডাঙ্গা জেলার জীবননগর উপজেলার খয়েরহুদা গ্রামের বিশারত আলীর ছেলে সালাউদ্দিন (২৬), একই উপজেলার বাঁকা আশতলাপাড়ার আজগার আলীর ছেলে লাল্টু হোসেন (৪০)।
এসআই ফিরোজ জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোর সাড়ে ৪টার দিকে পৌরসভার বাঁকা আশতলা পাড়ার ব্রিক ফিল্ড মোড় নামক স্হানে অভিযান চালিয়ে আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের সক্রিয় সদস্য লাল্টু, পরশ এবং সালাউদ্দিনকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকট থাকা ১টি বাজাজ ডিসকাভার ১২৫ সিসি মোটরসাইকেল জব্দ করা হয়েছে। যার বাজার মূল্য ১লক্ষ ২০হাজার টাকা। জীবননগর থানার অফিসার ইনচার্জ (ওসি) এস.এম জাবীদ হাসান জানান, গ্রেপ্তারকৃত আসামীদের বিরুদ্ধে ৩৭৯/৪১১/৪১৩ পেনাল কোডে মামলা রুজু করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *