আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ

Share Now..

করোনার নতুন ধরন ওমিক্রন ঠেকাতে দেশের আন্তর্জাতিক বিমানবন্দরগুলোকে সর্বোচ্চ সতর্ক অবস্থানে থাকতে নির্দেশ দিয়েছে বেসামরিক বিমান পরিবহন মন্ত্রণালয়। আক্রান্ত দেশগুলো থেকে আসা যাত্রীদের বিমানবন্দরে আলাদা স্ক্রিনিংয়ের আওতায় আনার কথাও বলা হয়েছে।

বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

দক্ষিণ আফ্রিকাসহ আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশে ছড়িয়ে পড়েছে ওমিক্রন। এ বিষয়ে তিনি বলেন, ‘আফ্রিকার কোনো দেশের সঙ্গেই বাংলাদেশের সরাসরি আকাশপথে যোগাযোগ নেই। তবে তৃতীয় কোনো দেশে ট্রানজিট নিয়ে দেশে প্রবেশের সুযোগ রয়েছে। তাই ট্রানজিট যাত্রীর মাধ্যমেও যাতে দেশে ওমিক্রন প্রবেশ করতে না পারে সেজন্য সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে।’

সবাইকে সতর্ক থাকার অনুরোধ জানিয়ে তিনি আরও বলেন, ‘যারা বিদেশ থেকে আসবেন, তারা যেন অন্তত নিজের পরিবারের কথা চিন্তা করে হলেও সতর্ক হন এবং সরকারের নির্দেশনাগুলো মেনে চলেন।’

এছাড়া বাংলাদেশে প্রবেশের আগে ১৪ দিনের মধ্যে কেউ এসব দেশে গেলে তাকে ১৪ দিন বাধ্যতামূলক কোয়ারেন্টিনে রাখার কথা বলা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *