আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে ইবিতে র্যালি
ইবি প্রতিনিধি-
আন্তর্জাতিক মানবাধিকার দিবস-২০২২ উপলক্ষে শনিবার (১০ ডিসেম্বর) ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) র্যালি অনুষ্ঠিত হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগ এ র্যালির আয়োজন করে।
বেলা সোয়া ১১ টার দিকে র্যালিটি মীর মশাররফ হোসেন ভবন থেকে শুরু হয়ে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যাল চত্বরে সমবেত হয়। সেখানে দিবসটি উপলক্ষে মুক্তির প্রতীক পায়রা উড়ানো হয়।
মৃত্যুঞ্জয়ী মুজিব মুর্যাল চত্বরে র্যালি পরবর্তী সংক্ষিপ্ত বক্তব্যে প্রধান অতিথি দায়িত্বপ্রাপ্ত উপাচার্য উপ-উপাচার্য অধ্যাপক ড. মাহবুবুর রহমান বলেন, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ে মানুষ হতে আসে। আচার-ব্যবহার, কথাবার্তা ইত্যাদির মাধ্যমে তাদের দ্বারা কখনো যেন কেউ আঘাত না পায়, মানুষের অধিকারের প্রতি যেন সম্মান প্রদর্শন করে। মানুষ হিসেবে তারা যেন পাঠ সমাপ্ত করে বেরিয়ে যেতে পারে।
বিশেষ অতিথি কোষাধ্যক্ষ অধ্যাপক ড. আলমগীর হোসেন ভূঁইয়া বলেন, মানুষ সৃষ্টির শ্রেষ্ঠ জীব, আর শ্রেষ্ঠ অধিকার হলো মানবাধিকার। আমরা চাই, সারা বিশ্বে মানবাধিকার প্রতিষ্ঠিত হোক।
আইন ও ভূমি ব্যবস্থাপনা বিভাগের সভাপতি সাহিদা আখতার আশার সভাপতিত্বে ও সঞ্চালনায় আরও বক্তব্য রাখেন প্রক্টর অধ্যাপক ড. মোহাঃ জাহাঙ্গীর হোসেন ও সহকারী অধ্যাপক বিলাসী সাহা।
Online games that will keep you on the edge of your seat Lucky Cola