আপত্তিকর সেই ভিডিও নিয়ে মুখ খুললেন তিশা

Share Now..

সাংবাদিক পরিচয়ধারী এক যুবক আপত্তিকর ভিডিও লুকিয়ে ধারণ করেছেন- এমন অভিযোগ তুলেছেন অভিনেত্রী তাসনুভা তিশা। সম্প্রতি নবাবগঞ্জের দোহারে একটি জমিদার বাড়িতে শুটিং চলাকালীন সময়ে ঘটে এমন বিপত্তি, সেখানে ‘প্রেমিক যুগল’ শিরোনামের নাটকের শুটিং চলছিল।

ওই ভিডিওগুলো ‘কাউসার কিংডম’ নামের একটি ফেসবুক পেজে পোস্ট করা হয়। এরপর বুধবার রাতে একটি পোস্টে ওই যুবকের ছবিসহ ‘কাউসার কিংডম’ নামক পেজের স্ক্রিনশট শেয়ার করে তার পরিচয় জানতে চান তিশা। পোস্টে তিনি লিখেন, ‘দয়া করে কেউ এই লোকটাকে চিনে থাকলে তার বিস্তারিত জানান। আমি লাইভে আসছি ১০ মিনিটের মধ্যে, অসম্ভব বাজে ঘটনা ঘটেছে।’ পরে ফেসবুক লাইভে এসে অভিযোগ তোলেন, শুটিং সেটে ওই যুবক লুকিয়ে তাদের আপত্তিকর ভিডিও ধারণ করেছে এবং তা সামাজিক মাধ্যমে পোস্ট করেছে। লাইভে তিশা বলেন, ‘শুটিং সেটে আমরা যারা অভিনেতা-অভিনেত্রী, আমাদের ল্যাপেল পরার আলাদা কোনো জায়গা থাকে না। নিজেদের মতো করে পরতে হয়। আমি খোলা মাঠে শুটিং করছিলাম। সামনে সাংবাদিকরা ছিলেন। ভেবেছিলাম, সাংবাদিক ভাইয়েরা কখনো এমন কাজ করবেন না। তাই আমার মতো করে ল্যাপেল পরছিলাম। সেই ভিডিও সে ধারণ করে ‘কাউসার কিংডম’ নামে এক পেজে আপলোড করেন। কতটা বিবেকহীন ও শিক্ষার অভাব হলে মানুষ এ ধরনের কাজ করে! এ ধরনের কিছু ব্যক্তি আছেন যারা নিজেদের সাংবাদিক বলে দাবি করেন, কিন্তু তারা আসলে সাংবাদিক নয়। একজন অভিনেত্রী হিসেবে আমি এই লোকের বিরুদ্ধে অবশ্যই অ্যাকশন নেব। তিনি কোনো শুটিং স্পটের আশপাশে যেন কখনো না আসেন। তাকে বয়কট করা উচিত।’ এ সময় তিশা সাংবাদিকদের সহায়তা কামনা করেন, যাতে এই ব্যক্তিকে মিডিয়া বা শুটিং স্পট থেকে বয়কট করা যায়। এ ছাড়া, তিশা জানান, কাউসারের পেজে শুধু তার নয়, আরও অনেক অভিনেত্রীর আপত্তিকর ভিডিও রয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *