আফগানদের ১৬৯ রানের টার্গেট দিলো অজিরা
টি-২০ বিশ্বকাপে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকতে সুপার টুয়েলভে নিজেদের পঞ্চম ম্যাচে আফগানিস্তানকে ১৬৯ রানের টার্গেট দিয়েছে স্বাগতিক অস্ট্রেলিয়া। শুক্রবার (৪ নভেম্বর) অ্যাডিলেড ওভালে টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন আফগান অধিনায়ক মোহাম্মদ নবী।ব্যাট করতে নেমে শুরু থেকেই আগ্রাসী ব্যাটিং করতে তাহেন দুই অজি ওপেনার ক্যামেরুন গ্রিন ও ডেভিড ওয়ার্নার। প্রথম ওভার থেকে ৬ রান নেন এই দুই ব্যাটার। তবে দ্বিতীয় ওভারেই চড়াও হন ডেভিড ওয়ার্নার। আফগান স্পিনার মুজিবুর রহমানের বলে ৩ চারে ১৬ রান তুলেন।তবে ইনিংসের তৃতীয় ওভারেই ধাক্কা খায় অজিরা। ফজলহক ফারুকীর প্রথম বলেই গুলবাদিন নায়েবকে ক্যাচ দিয়ে আউট হন ক্যামেরুন গ্রিন। এরপর ক্রিজে আসেন মিচেল মার্শ। এই ওভার থেকে ৫ রান সংগ্রহ করে অস্ট্রেলিয়া।এরপর ইনিংসের চতুর্থ ওভারে বোলিংয়ে আসেন পেসার নাভিন উল হক। ওভারের তৃতীয় বলে চার মারেন মিচেল মার্শ। এই ওভার থেকে ৯ রান তুলে অস্ট্রেলিয়া। ইনিংসের পঞ্চম ওভারে আবারও
বোলিংয়ে আসেন মুজিবুর রহমান। ওভারের প্রথম বলে ছয় মারেন মার্শ। এই ওভার থেকে ১১ রান নেন ওয়ার্নার ও মার্শ।
পাওয়ার প্লের শেষ ওভারে ফের বোলিংয়ে আসেন নাভিন উল হক। ওভারের দ্বিতীয় বলে ওয়ার্নারকে বোল্ড করে সাজঘরে ফেরান এই পেসার। ওয়ার্নারের বিদায়ের পর ক্রিজে আসেন স্টিভেন স্মিথ।
Ready for action? Dive into the hottest online game Lucky Cola