আফগানিস্তানকে বাঁচানোর আর্তি ঋতুপর্ণার
ক্ষমতা হাতে পেয়েই আফগানিস্তানের মাটি দাপিয়ে বেড়াচ্ছে তালেবানরা। আফগানিস্তান নিয়ে উদ্বিগ্ন টলিউড অভিনেত্রী অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। সোশ্যাল মিডিয়ায় তালেবানের বিরুদ্ধে প্রতিবাদ জানালেন অভিনেত্রী।
তালেবানদের শাসনের ভয়ে কাঁপছে আফগানিস্তানের সাধারণ মানুষ । সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই সব ভিডিও। ইতিমধ্যেই দেশে ছেড়েছেন আফগানিস্তানের পপ তারকা আরিয়ানা সইদ।
অন্যদিকে প্রাণভয়ে রাস্তা দিয়ে ছুটে যাচ্ছেন পরিচালক সারা কারিমি। আফগানিস্তানের এই ছবি দেখেই শিউরে উঠেছে গোটা বিশ্ব। বিচলিত ভারতের সেলব্রিটিরা। এবার আফগানিস্তানকে বাঁচানোর আর্তি জানালেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপপ্ত।১৮ আগস্ট টুইটারে অভিনেত্রী লিখেছিলেন, “চূড়ান্ত হতাশ আর হতবম্ব! প্রতিবাদের ভাষা জানা নেই…বিকৃতমনের মানুষগুলোর হাতে সবকিছু! কোথায় রাষ্ট্রসংঘ? নিরাপত্তা পরিষেবা? অদ্ভূত বিশ্বের রাজনীতি! সীমান্তের অবস্থাও তথৈবচ… মনে হচ্ছে প্রাগৈতাহিসক যুগে চলে গিয়েছি।”