আফগানিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলায় নিহত ১১
Share Now..
আফগানিস্তানের উত্তরাঞ্চলে বোমা হামলায় শিশুসহ কমপক্ষে ১১ জন নিহত হয়েছেন। শনিবার যাত্রীবাহী একটি গাড়ি রাস্তায় পুঁতে রাখা স্থলমাইনের উপর উঠে এলে সেটি বিস্ফোরিত হয়। কাতারে তালেবান ও জাতিসংঘের শান্তি আলোচনার কয়েক ঘন্টা আগে এই হামলার ঘটনা ঘটে। এখন পর্যন্ত কেউ এই ঘটনার দায় স্বীকার করেনি। তবে স্থানীয় কর্তৃপক্ষ হামলার জন্য তালেবানকে দায়ী করছে। এদিকে, টুইট বার্তায় তালেবানের মুখপাত্র জানান, সংগঠনটি জাতিসংঘের সঙ্গে শান্তি আলোচনা চালিয়ে যেতে দৃঢ় প্রতিজ্ঞ। তালেবান দেশটিতে নিযুক্ত জাতিসংঘের কূটনীতিকদের নিরাপত্তা নিশ্চিতের কথা বললেও, সাম্প্রতিক সময়ে বেসামরিক নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপর বেড়ে চলা হামলার জন্য সংগঠনটিকেই দায়ী করছে দেশটির সরকার।