আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করলো অস্ট্রেলিয়া

Share Now..

আফগানিস্তানে ক্ষমতা দখলের পর থেকেই দেশটিতে নারীদের চলা-ফেরা সীমিত করেছে তালেবানরা। যে ঘটনাকে নারীদের মানবাধিকার লঙ্ঘনের শামিল মনে করছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। আর এ ঘটনার প্রতিবাদ হিসেবে আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করেছে অস্ট্রেলিয়া। 

আগামী আগস্টে সংযুক্ত আরব আমিরাতে আফগানদের বিপক্ষে তিনটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার সূচি ছিল অজিদের। কিন্তু সরকারের সঙ্গে পরামর্শের পর আফগানিস্তানে মানবাধিকার পরিস্থিতির অবনমনের অভিযোগ এনে অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড (সিএ) সিরিজটি স্থগিতের ঘোষণা দিয়েছে। এর আগে একই কারণ দেখিয়ে ২০২১ সালে দুই দলের একমাত্র টেস্ট ও গত বছরের মার্চে প্রস্তাবিত ওয়ানডে সিরিজ স্থগিত করে তারা।

মঙ্গলবার (১৯ মার্চ) এক বিবৃতিতে সিএ বলেছে, ‘সরকারের পরামর্শ হলো, আফগানিস্তানে নারী ও মেয়েদের অবস্থা দিন দিন আরও খারাপ হচ্ছে, তাই আমরা আমাদের আগের অবস্থানে অটল থাকছি এবং এবং আফগানিস্তানের বিপক্ষে দ্বিপক্ষীয় সিরিজ স্থগিত করছি।’

One thought on “আফগানিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ স্থগিত করলো অস্ট্রেলিয়া

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *