আফগানিস্তানের ব্যাংকে আত্মঘাতী বোমা হামলা, নিহত ২১

Share Now..

আফগানিস্তানের কান্দাহার শহরে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ২১ জন নিহত হয়েছে। আঞ্চলিক হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে এ তথ্য জানিয়েছেন।

তবে তালেবান সরকার ৩ জন নিহতের কথা নিশ্চিত করেছে। পুলিশ জানিয়েছে, আরও কয়েকজন আহত হয়েছেন।

তালেবান জানিয়েছে, শহরের কেন্দ্রে অবস্থিত একটি ব্যাংকে স্থানীয় সময় সকাল প্রায় ৮টার দিকে আত্মঘাতী হামলা চালানো হয়।

তবে কোনো গোষ্ঠী এখনো হামলার দায় স্বীকার করেনি। হামলাটি আফগানিস্তানে চলতি বছরের সবচেয়ে বড় হামলা বলে ধারণা করা হচ্ছে। বিস্ফোরণটি যে শাখায় ঘটানো হয় সেখানে আফগান সরকারি কর্মীরা বেতন নিতে লাইনে দাঁড়িয়েছিলেন।

নাম প্রকাশ না করার শর্তে হাসপাতালের একজন চিকিৎসক বিবিসিকে জানিয়েছেন, নিহত ও প্রায় ৫০ জন আহত ব্যক্তিকে এই অঞ্চলের সবচেয়ে বড় হাসপাতাল মিরওয়াইসে নিয়ে যাওয়া হয়েছে।

কান্দাহার হল তালেবানদের ক্ষমতার কেন্দ্র, তাদের সর্বোচ্চ কমান্ডারের ঘাঁটি। ২০২১ সালে ক্ষমতায় আসার পর থেকে আফগানিস্তানের সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতির উন্নতি হলেও, প্রতি বছর দেশটিতে কয়েক ডজন বোমা হামলা ও আত্মঘাতী হামলা ঘটছে।

হামলায় আফগানিস্তানের হাজারা জাতিগত সংখ্যালঘুদের লক্ষ্যবস্তু করা হয়েছে অনেক সময়। বেশিরভাগ হামলার দায় তথাকথিত ইসলামিক স্টেট গ্রুপের আঞ্চলিক সহযোগী ইসলামিক স্টেট খোরাসান প্রদেশ (আইএসকেপি) স্বীকার করেছে। গোষ্ঠীটি তালেবানের প্রধান প্রতিদ্বন্দ্বী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *