আফগানিস্তানে নিরাপত্তা কর্মীকে জবাই করে তালেবানের ভিডিও প্রকাশ
Share Now..
ফের আফগানিস্তানের নিরাপত্তা বাহিনীর এক সদস্যকে জবাই করার ঘটনা ঘটেছে। যার ভিডিও ধারণ করে ইন্টারনেটে ছেড়েছে তালেবান নেতারা।
ভারতীয় সাংবাদিক ভিভেক বাজপাইয়ের এক টুইটে ভিডিওটি শেয়ার করে বলেন, আফগানিস্তানে তালেবান কর্তৃক চলামান বর্বরতার আরও একটি উদাহরণ এটি। এসব করেই তারা যুদ্ধবিধ্বস্ত দেশটিতে কর্তৃত্ব স্থাপন করার চেষ্টা চাল্লিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, জঘন্য একটি ভিডিও। আহত একজন নিরাপত্তা কর্মীকে জবাই করলো তালেবান নেতারা।
দেশটি থেকে মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সেনারা চলে যাও্যার প্রক্রিয়া শুরু করতেই আবারও সেখানে সহিঙ্গতার মাত্রা বেড়েছে। যার অধিকাংশই করছে তালেবানরা। একে একে তারা আফগানিস্তানের বিভিন্ন এলাকা দখল করে নিচ্ছে।