আফগানিস্তান থেকে কূটনীতিবিদ-সেনাদের ফিরিয়ে আনলো ভারত
আফগানিস্তানের কান্দাহারে তালেবান ও জঙ্গিগোষ্ঠী লস্কর ই- তৈবার সঙ্গে আফগান বাহিনীর সংঘর্ষ প্রতিনিয়ত বাড়ছে। এমন অবস্থায় সেখানে থাকা ভারতীয় দূতাবাস থেকে প্রায় ৫০ জন কূটনীতিবিদ ও নিরাপত্তারক্ষীকে বিশেষ বিমানে করে ফিরিয়ে এনেছে নয়াদিল্লি। সরকারি সূত্রের বরাত দিয়ে খবর প্রকাশ করেছে আনন্দবাজার পত্রিকা অনলাইন ও এনডিটিভি।
গতকাল শনিবার ভারত সরকার জানিয়েছে, সহিংসতার কারণে আপাতত আফগানিস্তানের রাজধানী কাবুল, কান্দাহার ও মাজার-ই-শরিফে ভারতীয় দূতাবাসের কার্যক্রম বন্ধ রাখা হচ্ছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পুনরায় চালু করা হবে।
অবশ্য সম্প্রতি আফগানিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছিল, ক্রমবর্ধমান সহিংসতায় ভারতীয় কূটনীতিবিদদের সার্বিক নিরাপত্তায় নজর রাখা হচ্ছে।
জানা গেছে, কান্দাহার ও হেলমন্দ এলাকায় তালেবানদের সঙ্গে প্রায় সাত হাজার লস্কর সদস্য যোগ দিয়েছে। ফলে সহিংসতা ক্রমশ বাড়ছে।
আফগান বাহিনী জানিয়েছে, শুক্রবার কান্দাহার শহরে প্রবেশ করে বেশ কয়েকটি জায়গা নিজেদের দখলে নিয়ে নেয় তালেবানরা। স্থানীয় বাসিন্দাদের জিম্মি করে রাখে।