আফগানিস্তান থেকে পাকিস্তানের সামরিক ফাঁড়িতে হামলা, নিহত ৩ সেনা

Share Now..

আফগানিস্তান থেকে সন্ত্রাসীরা সীমান্তের কাছে পাকিস্তানের সামরিক ফাঁড়িতে হামলা চালিয়েছে। এতে পাকিস্তানের তিনজন নিরাপত্তা রক্ষী নিহত হয়েছে। শনিবার (২২ এপ্রিল) পাকিস্তানের সেনাবাহিনী এই তথ্য জানিয়েছে। এপির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।

এদিকে পাকিস্তানের প্রভাবশালী সংবাদ মাধ্যম ডন জানিয়েছে, আফগান সীমান্তের ওপার থেকে সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে খাইবার পাখতুনখোয়ার উত্তর ওয়াজিরিস্তান জেলার দেওয়াগর এলাকায় তিন সেনা শহীদ হয়েছেন। শনিবার দেশটির সেনাবাহিনীর মিডিয়া উইং একথা জানিয়েছে।

পাকিস্তানের ইন্টার সার্ভিসেস পাবলিক রিলেশনসের (আইএসপিআর) বিবৃতিতে বলা হয়েছে, ‘সন্ত্রাসীরা আফগান সীমান্তের ওপার থেকে পাকিস্তানি সেনাদের ওপর গুলি চালায় এবং পরবর্তীতে উপযুক্ত জবাব দেওয়া হয়।’

বিবৃতিতে আরও বলা হয়েছে, ‘বিশ্বাসযোগ্য গোয়েন্দা প্রতিবেদন অনুসারে সন্ত্রাসীদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বীরত্বের সঙ্গে লড়াই করে তিনজন সেনা শাহাদাত বরণ করেন।

নিহত সেনারা হলেন, ৩০ বছর বয়সী হাভিলদার তৈমুর, ৩৮ বছর বয়সী নায়েক সোয়েব এবং ২৪ বছর বছর বয়সী সিপাহী সাকিব নওয়াজ।

এর আগে গত ১৪ এপ্রিল উত্তর ওয়াজিরিস্তানে সন্ত্রাসীদের হামলায় ৮ জন পাকিস্তানি সেনা নিহত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *