আফগান শরণার্থীদের ফের হুঁশিয়ারি পাকিস্তানের 

Share Now..

পাকিস্তানে বসবাসরত আফগান শরণার্থীদের ফের হুঁশিয়ারি বার্তা দিলো দেশটির সরকার। পাকিস্তান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, আফগান শরণার্থীদের দেশে ফেরত পাঠাতে আবার অভিযান শুরু হবে। খবর ডয়চে ভেলের। 

প্রতিবেদনে বলা হয়েছে, পাকিস্তানে এখনো হাজার হাজার আফগান শরণার্থী বসবাস করছেন। তারা অবৈধভাবে পাকিস্তানে আছেন বলে অভিযোগ। এদের অনেকেই পশ্চিমের বিভিন্ন দেশে অভিবাসনপ্রত্যাশী। সেইমতো তারা আবেদনও করেছেন। 

অভিযোগ, এখন পর্যন্ত তাদের অধিকাংশকেই অভিবাসন দেওয়ার কথা জানায়নি কোনো দেশ। ফলে পাকিস্তানেই অবৈধভাবে বসবাস করছেন তারা। এবার সেই শরণার্থীদের দেশের ফেরানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন, পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মুমতাজ জাহরা বালোচ।

বালোচ বলেছেন, আফগানদের দেশে ফেরানোর দ্বিতীয় দফার অভিযান শুরু হবে কিছুদিনের মধ্যেই। যাদের কাছে আফগান সিটিজেন কার্ড আছে, তাদের আগে ফেরানোর ব্যবস্থা করা হবে।

এর আগে কয়েক লাখ আফগানকে দেশে ফেরায় পাকিস্তান।

আফগানিস্তানে তালেবান সরকার ক্ষমতায় আসার সময় প্রায় ছয় লাখ আফগান দেশ ছেড়ে বিদেশে পালিয়েছিলেন। এর মধ্যে একটি বড় অংশ ইরানের দিকে গেছে। অন্য অংশ সীমান্ত পেরিয়ে পাকিস্তানে ঢুকেছে। কয়েক লাখ আফগান সেই সময় থেকে পাকিস্তানে অবৈধভাবে বসবাস করছে।

কয়েকমাস আগে এসব আফগানকে দেশে ফেরানোর অভিযান শুরু করে পাকিস্তান। এবার দ্বিতীয় দফার অভিযান শুরু হবে বলে জানালো পাকিস্তান সরকার।

গত কয়েক বছরে ইসলামাবাদের সঙ্গে কাবুলের সম্পর্ক ক্রমশ খারাপ হয়েছে। দুই দেশের মধ্যে উত্তেজনার পরিবেশও তৈরি হয়েছে। এমন পরিস্থিতিতে আফগান শরণার্থীদের দেশে থাকা যথেষ্ট নিরাপদ নয় বলেই মনে করছে পাকিস্তান। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *