আফগান সরকারকে সমর্থন করছে পাকিস্তানের পশতুনরা
আফগানিস্তানের উগ্রবাদী তালেবানদের সহায়তা করছে পাকিস্তান- এমন অভিযোগ তুলে প্রতিবাদ জানিয়েছে পাকিস্তানের পশতুন তাফাহুজ মুভমেন্ট (পিটিএম)। তারা প্রদেশের বিভিন্ন স্থানে যুদ্ধবিরোধী র্যালি করেছে গত কয়েক সপ্তাহে। এসব জানিয়েছে এএনআই নিউজ।
প্রতিবেদনে বলা হয়, তালেবানদের প্রতি নিন্দা জানিয়ে আফগান সরকারকে সমর্থন জানিয়েছে পিটিএম। তারা বিশ্বাস করে আফগানিস্তানে পরিস্থিতির অবনতির জন্য পাকিস্তান দায়ী। কয়েক বছর ধরেই পাকিস্তানের উত্তর-পশ্চিমাঞ্চলে শক্তিশালী হয়ে উঠছে পিটিএম। তারা বিশ্বাস করে, পার্শ্ববর্তী অঞ্চল তালেবানের দখলে গেলে তার প্রভাব পাকিস্তানেও পড়বে।
এদিকে আফগানিস্তানের দ্বিতীয় বড় শহর কান্দাহার দখলের দাবি করেছে তালেবান। এখানেই জন্ম হয়েছিলে তালেবানের এবং এটিই তাদের শক্তিশালী ঘাঁটি ছিল। শহরটির কেন্দ্রে হামলার আগে কয়েক সপ্তাহ তারা বেশ কিছু শহরতলী এলাকা দখল করে রেখেছিল। কান্দাহারকে আন্তর্জাতিক বিমানবন্দরের কারণে কৌশলগত গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করা হয় এবং দেশটির গুরুত্বপূর্ণ বাণিজ্যিক কেন্দ্রগুলোর মধ্যে এটি একটি। এসব জানিয়েছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি।
বৃহস্পতিবারেই গজনিও দখল করেছে তারা যেটি তালেবানের বড় একটি সাফল্য কারণ এটা কাবুল-কান্দাহার সড়কে। ফলে এটি জঙ্গিদের দক্ষিণে তাদের ঘাঁটিগুলোর সাথে রাজধানী কাবুলের যোগসূত্র তৈরি করবে। অন্যদিকে প্রাচীন সিল্ক রোড সিটি হেরাতে নিরাপত্তা বাহিনী আর্মি ব্যারাকে ফিরে যেতে বাধ্য হওয়া পর্যন্ত অবরুদ্ধ ছিল কয়েক সপ্তাহ।