আবারও বিয়ে করলেন পেসার আল আমিন
Share Now..
চলছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসর। এবারের আসরে প্লে অফ নিশ্চিত করেছে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। দলটির হয়ে খেলছেন পেসার আল আমিন হোসেন। আর আসর চলাকালেই আবারও বিয়ে করেছেন এই পেসার।
শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) ফারজানা আক্তার প্রীতির সঙ্গে বিবাহ সম্পন্ন হয়েছে আল আমিনের। তার নববধুর বাড়ি কুষ্টিয়ায়। সোমবার (২৬ ফেব্রুয়ারি) নব দম্পতির বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠানের কথা রয়েছে। এছাড়া আপাতত বিস্তারিত কিছু জানা যায়নি।
এর আগে ২০১২ সালের ২৬ ডিসেম্বর ইসরাত জাহানকে বিয়ে করেছিলেন আল আমিন। বিয়ের এক দশকের মাথায় ২০২২ সালে বিচ্ছেদ হয় আল আমিন-ইসরাতের। তাদের দুটি সন্তান রয়েছে।