আবারও মুক্তি পেল মনির মুন্নার কন্ঠে, যারে ডাকো আল্লাহ বলে
Share Now..
মোঃ শহিদুল ইসলাম, কোটচাঁদপুর সংবাদদাতা
ঝিনাইদহের কোটচাঁদপুরের কৃতি সন্তান গায়ক মনির মুন্নার কন্ঠে পহেলা বৈশাখ ও পবিত্র ঈদ উপলক্ষে প্রকাশ হয়েছে লিরিক টিউন মিউজিক “যারে ডাকো আল্লাহ বলে” শিরোনামের গানটি। বিডি এক্সপ্রেস এন্টারটেইন এর ব্যানার থেকে প্রকাশ হয়েছে ১৩ এপ্রিল দুপুর ২ টায়।
‘যারে ডাকো আল্লাহ বলে’ শিরোনামের গানটির কথা ও সুর করেছেন শামীম মাহমুদ।
এরই মধ্যে গানটি ব্যাপক সাড়া ফেলেছে। মনির মুন্নার ফেসবুক আইডিসহ বিভিন্ন মানুষের ফেসবুক আইডিতে দেখা যাচ্ছে।
গানটি নিয়ে মনির মুন্না বলেন, ‘অনেক চমৎকার কথায় গানটি তৈরি হয়েছে। এর সুর টা ও বেশ শ্রুতিমধুর। এই গানটি এখন পর্যন্ত যারা শোনেছেন তারা ভালো ফিডব্যাক দিচ্ছেন। সবাই প্রশংসা করছেন। এটা আমার জন্য অনুপ্রেরণার।
শীঘ্রই আরও তার নতুন গান নিয়ে হাজির হবেন বলে তিনি জানান।
Unleash your power—play now and conquer the game! Lucky Cola