আবারও লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল

Share Now..

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় প্রায় সাড়ে পাঁচশতাধিক নিহতের পরদিনই দক্ষিণ লেবাননে হিজবুল্লাহর লক্ষ্যবস্তুতে আবারও হামলা শুরু করেছে ইসরায়েল। রাতভর হিজবুল্লাহর ডজন খানেক লক্ষ্যবস্তুতে আঘাত হেনেছে ইসরায়েলি বাহিনী। খবর রয়টার্সের।

হামলা শুরুর পর থেকে দক্ষিণ লেবানন ছেড়েছে লক্ষাধিক মানুষ। ইসরায়েলি বোমা হামলা অব্যাহত থাকায় নিরাপত্তার জন্য এখনও পালিয়ে যাচ্ছে তারা। এর ফলে বৈরুতের মহাসড়কে বিশাল যানজট তৈরি হয়েছে। দক্ষিণ থেকে বৈরুত পৌঁছতে অনেকের ১৭ ঘণ্টা সময় লেগেছে বলে জানিয়েছেন পালিয়ে যাওয়া লেবানিজরা। হামলার জেরে বৈরুতে সব ধরনের বিমান চলাচল স্থগিত করেছে কাতার এয়ারওয়েজ। তেল আবিবেও বিমান চলাচল স্থগিত করেছে ব্রিটিশ এয়ারওয়েজ।

এদিকে হিজবুল্লাহ জানিয়েছে, তারাও রাতভর ইসরায়েলের বেশ কয়েকটি সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ করেছে। বিশেষ করে ইসরায়েলের উত্তরাঞ্চলীয় শহর আফুলার কাছে মেগিডো এয়ারফিল্ডেও হামলা করেছে তারা। এছাড়া ইসরায়েলের অভ্যন্তরে ৬০ কিলোমিটার দূরের এক বিস্ফোরক কারখানায় আঘাত হেনেছে তারা। লেবাননের তত্ত্বাবধায়ক প্রধানমন্ত্রী নাজিব মিকাতির কার্যালয় জানিয়েছে, নিউইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদে যোগ দেবেন তিনি।

প্রায় এক বছর ধরে গাজায় হামাসের সঙ্গে যুদ্ধের পর ইসরায়েল এখন লেবাননের হিজবুল্লার প্রতি মনোযোগ দিয়েছে।

লেবাননে নতুন করে ইসরায়েলের হামলা মধ্যপ্রাচ্যের শক্তিধর দেশ ইরানকে বড় ধরনের যুদ্ধে জড়িয়ে ফেলতে পারে বলে আশঙ্কা তৈরি হয়েছে। বিভিন্ন অঞ্চলে হিজবুল্লাহ, ইয়েমেনের হুথি এবং ইরাকের সশস্ত্র গোষ্ঠীগুলোর মতো উপনিবেশ রয়েছে ইরানের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *