আবু ধাবিতে মন্দির উদ্বোধন করবেন নরেন্দ্র মোদি

Share Now..

ইউএই সরকারের অর্থায়নে আবু ধাবিতে ২৭ একর জায়গার উপর নির্মিত একটি মন্দির উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। মন্দিরটির নাম বিএপিএস হিন্দু মন্দির। রাজস্থান থেকে নেওয়া গোলাপী বেলেপাথর ও সাদা রঙের ইতালিয়ান মার্বেল দিয়ে মন্দিরটি তৈরি। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

প্রতিবেদনে বলা হয়, একটি আন্তর্জাতিক সম্মেলনে যোগ দিতে দুই দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) যাওয়া ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেখানে একটি মন্দির উদ্বোধন করবেন। ২০১৮ সালে মোদী যখন ইউএই সফরে গিয়েছিলেন সে সময় ভারত আবু ধাবিতে ওই মন্দিরটির নির্মাণ কাজ শুরু করার ঘোষণা দেয়।  

বিশ্লেষকরা বলছেন, দুই মাসের মধ্যে ভারতে হতে যাওয়া সাধারণ নির্বাচনের আগে মোদির এই মন্দিরের উদ্বোধন বিজেপি সরকারের হিন্দু জাতীয়তাবাদী অ্যাজেন্ডা বৃদ্ধি করবে।

ভারত এবং ইউএই ঘনিষ্ঠ বন্ধু এবং দুই দেশের মধ্যে ৮৫ বিলিয়ন মার্কিন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যিক চুক্তি রয়েছে। আর ইউএই সবচেয়ে বেশি পণ্য আমদানি করে ভারত থেকে। প্রায় এক লাখ ভারতীয় হিন্দু আবু ধাবিতে বসবাস করে।

আবু ধাবির মন্দিরটি বিএপিএস স্বামীনারায়ণ সংস্থা দ্বারা পরিচালিত হয়। সংস্থাটি নিজেকে ‘আধ্যাত্মিক, স্বেচ্ছাসেবক দ্বারা পরিচালিত সংঘ’ বলে দাবি করে। এটির লক্ষ্য হল ‘বিশ্বাস, সেবা এবং বৈশ্বিক সম্প্রীতির হিন্দু মূল্যবোধকে লালন করা।’ সংস্থাটির সদর দপ্তর নরেন্দ্র মোদির নিজ রাজ্য গুজরাটে।

বিশ্ব নেতাদের ফোরাম ওয়ার্ল্ড গভার্নমেন্টস সামিটে অংশ নিতে নরেন্দ্র মোদি বর্তমানে সংযুক্ত আরব আমিরাতে অবস্থান করছেন। সফরের প্রথম দিন মঙ্গলবারে (১৩ ফেব্রুয়ারি) তিনি সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রপতির সাথে দ্বিপক্ষীয় বৈঠক করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *