‘আমাকে কখনোই কাজের পেছনে ছুটতে হয়নি’

Share Now..


অভিনেত্রী ফারজানা ছবি। নিয়মিত অভিনয় করছেন নাটক, ওয়েব সিরিজ ও চলচ্চিত্রে। চলতি মাসে মুক্তি পাচ্ছে তার নতুন একটি সিনেমা। নিজের অভিনয় ক্যারিয়ারে নানা দিক নিয়ে তিনি কথা বললেন ইত্তেফাকের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন এ এম রুবেল….

আপনার বর্তমান কাজের ব্যস্ততা নিয়ে জানতে চাই—
আগামী ১৯ মে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পাবে আমার নতুন সিনেমা ‘মা’। সিনেমাটি কান চলচ্চিত্র উৎসবের মার্শে দ্যু ফিল্মেও প্রিমিয়ার হবে। সিনেমাটির জন্য আমরা অনেক পরিশ্রম করেছি। সেই পরিশ্রম এবার সফলতার দিকে যাচ্ছে। যা আমাদের জন্য সত্যি অনেক আনন্দের। এর বাইরে কানামাছি ও ময়ূরাক্ষী সিনেমা দুটির কাজও শেষ করেছি। এছাড়া পিতা বনাম পুত্র গং এবং বকুলপুর সিজন টু নাটক দুটি প্রচার হচ্ছে।
চলতি বছর নিয়মিত চলচ্চিত্র মুক্তি পেলেও দর্শক প্রত্যাশা মেটাতে পারেনি। সেই জায়গায় আপনার চলচ্চিত্রগুলো নিয়ে প্রত্যাশা কেমন থাকছে?
চলতি বছর আমার মুক্তি প্রতীক্ষিত ৩টি চলচ্চিত্রই ভিন্ন ভিন্ন প্রেক্ষাপট বা গল্পে নির্মিত। যেগুলোতে আমার চরিত্রও আলাদা আলাদা। সেই জায়গা থেকে মনে হয় সিনেমাগুলো দর্শকদের মনে দাগ কাটবে।

চলচ্চিত্রে এক ধরনের পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। এটাকে ধারাবদল নাকি দর্শক রুচির পরিবর্তন বলবেন?
দেখুন, দর্শকরা বরাবরই ভালো গল্প, অভিনয় ও নির্মাণ দেখতে চায়। কিন্তু আমরা আসলে নিজেদের আত্মবিশ্বাস হারিয়ে ফেলেছিলাম। যা একটু একটু করে ফিরছে। যে কারণে দর্শকের রুচিরও পরিবর্তন হচ্ছে।

ঋধৎুধহধ

অনেকেই বলেন সিনিয়রদের অবমূল্যায়ন করা হয়। এক্ষেত্রে আপনার অভিজ্ঞতা কেমন?
আমি শুরু থেকেই ব্যতিক্রমী চরিত্রে অভিনয় করছি। যে কারণে আমাকে কখনোই বসে থাকতে হয়নি বা কাজের পেছনে ছুটতে হয়নি। কাজই আমার পেছনে ছুটেছে। এমনকি নাট্যকার-নির্মাতারাও আমার জন্য গল্প-চরিত্র তৈরি করেছেন। এটা শিল্পী হিসেবে অনেক বড় প্রাপ্তি।

ওটিটি নিয়ে শিল্পী-নির্মাতারা আশার কথা শোনাচ্ছেন। আসলে মাধ্যমটি আসায় কোন সুবিধাগুলো পাচ্ছে?
আমাদের কাজের ক্ষেত্রে যে লিমিটেশনগুলো ছিল ওটিটির কারণে সেগুলো দূর হচ্ছে। একটি গল্পকে বাস্তবসম্মতভাবে দর্শকদের কাছে আমরা তুলে ধরতে পারছি।

ঋধৎুধহধঈযড়নর
নাটক, ওয়েব সিরিজ, সিনেমা, প্রতিটি মাধ্যমেই কাজ করছেন। অভিনয় ক্যারিয়ার নিয়ে কতটা তৃপ্ত হতে পেরেছেন?
দেখুন, কোনো শিল্পীই নিজের অভিনয় নিয়ে সম্পূর্ণ তৃপ্ত হতে পারে না। ক্যারিয়ারে যতই ভালো চরিত্রে কাজের সুযোগ পাক না কেন তার চেয়ে আরও ভালো কিছু করতে চায়। আমিও চাই ভিন্ন ভিন্ন গল্প-চরিত্রে নিজেকে দেখতে।

2 thoughts on “‘আমাকে কখনোই কাজের পেছনে ছুটতে হয়নি’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *