আমাজন জঙ্গলে ৪০ দিন যেভাবে বেঁচে ছিল সেই শিশুরা

Share Now..


আমাজনরে জঙ্গল থকেে র্দুঘটনার শকিার একটি বমিানরে আরোহী যে চার শশিুকে ৪০ দনি পর জীবতি অবস্থায় উদ্ধার করা হয়, তাদরে মা বমিান র্দুঘটনার পর আরও চারদনি বঁেচে ছলিনে। খবর ববিসি।ি আহত ম্যাগডালনো মুকুতুই যখন মারা যাচ্ছলিনে, তার সন্তানদরে বলছেলিনে, তাকে পছেনে ফলেে নজিদেরে বাঁচার জন্য সাহায্য চাইতে বরেয়িে পড়ার জন্য।

সাংবাদকিদরে এই তথ্য জানয়িছেনে বঁেচে যাওয়া চার ছলে-েময়েরে বাবা ম্যানুয়লে রানুক। তনিি রপর্িোটারদরে বলনে, তাঁর বড় ময়েে জানয়িছেনে, তাদরে মা তাকে বলছেলি, নজিদেরে বাঁচানোর চষ্টো করো, সাহায্য পাওয়ার চষ্টো করো।

এই চার ভাই-বোনরে বয়স তরেো, নয়, পাঁচ এবং এক। গত শুক্রবার তাদরে অ্যামাজনরে গহীন জঙ্গল থকেে উদ্ধার করে হলেকিপ্টারে করে নয়িে আসা হয়।

রানুক হাসপাতালরে বাইরে রপর্িোটারদরে বলনে, ‘আমার ১৩ বছর বয়সী ময়েে লসেলি একটি বষিয় আমার কাছে পরষ্কিার করছে,ে সটো হলো তার মা আসলে র্দুঘটনার পর আরও চারদনি বঁেচে ছলি।’

মৃত্যুর আগে ওদরে মা ওদরে বলছেলি, ‘তোমরা এখান থকেে চলে যাও। তোমরা তোমাদরে বাবার কাছে যাও, দখেবে তোমাদরে বাবা কীরকম মানুষ। তোমাদরেকে আমি যরেকম ভালোবাস,ি তোমাদরে বাবাও তোমাদরে সরেকম ভালোবাসব।ে’

জঙ্গলে এই শশিুরা কীভাবে বঁেচে ছলি এবং উদ্ধার পলে এর বস্তিারতি ধীরে ধীরে জানা যাচ্ছ।ে যখন তাদরে প্রথম খুঁজে পাওয়া যায়, তখন তারা কী বলছেলি, সটেওি জানা গছে।ে

উদ্ধারর্কমী নকিোলাস ওরডোনযে গোমজে এই শশিুদরে প্রথম সাক্ষাতরে মুর্হূতটরি র্বণনা দচ্ছিলিনে।

‘সবচয়েে বড় ময়েে লসেলি তার ভাইবোনদরে মধ্যে সবচয়েে ছোটটকিে কোলে নয়িে আমার

দকিে ছুটে আস।ে ও বলছলি, আমি খুবই ক্ষুর্ধাত’ সরকারী টলেভিশিন চ্যানলে আরটভিসি’িকে বলছলিনে তনি।ি

‘‘দুই ছলেরে একজন মাটতিে শুয়ে ছলি। ও উঠে বসে আমাকে বললো, আমার মা মরে গছে।ে’’

নকিোলাস গোমজে বলনে, উদ্ধারর্কমীরা শশিুদরে এই বলে আশ্বস্ত করার চষ্টো করছলিনে য,ে তারা ওদরে বন্ধু। তাদরে পরবিারই তাদরেকে সখোনে পাঠয়িছেে উদ্ধার করার জন্য।

তখন সইে ছলেটেি বলছেলি, ‘আমি রুটি আর সসজে খতেে চাই।’

এই শশিুদরে উদ্ধাররে কছিু ফুটজে রোববার প্রকাশ করা হয়। সখোনে চার ভাইবোনকে খুবই র্শীণকায় দখোচ্ছ।ে কারণ কয়কে সপ্তাহ ধরে বন-েজঙ্গলে তাদরে এটা-ওটা খয়েে থাকতে হয়ছে।ে

ম্যাগডালনো মুকুতুই গত ১ মে একটি সসেনা ২০৬ বমিানে করে তার ছলে-েময়েদেরে নয়িে আমাজনরে ভতেরে আরারাকুয়ারা প্রদশেে যাচ্ছলিনে। পথে বমিানটরি ইঞ্জনিে সমস্যা দখো দয়োর পর তারা জরুরী সাহায্য চয়েে র্বাতা পাঠয়িছেলিনে।

সনোবাহনিীর উদ্ধার দলটি বমিানটরি ধ্বংসাবশষে খুঁজে পয়েছে।ে সখোনইে পাওয়া যায় এই শশিুদরে মা এবং দুই পাইলটরে মৃতদহে। বঁেচে যাওয়া চার শশিু এরপর সাহায্য পাওয়ার আশায় আমাজনরে জঙ্গলে ঘুরে বড়োচ্ছলি।

নখিোঁজ চার শশিুকে খুঁজে বরে করতে এরপর এক বরিাট উদ্ধার অভযিান শুরু হয়ছেলি। সন্যৈদরে পাশাপাশি স্থানীয় মানুষও এই অভযিানে অংশ নয়ে।

জঙ্গলে তাদরে পায়রে চহ্নি এবং আধ খাওয়া ফল দখেে উদ্ধার র্কমীরা এই শশিুরা কোন পথে গছেে তা জানতে পার।ে

এই চারটি শশিু যে আদবিাসী সম্প্রদায়রে, তারা আশা করছলি যে জঙ্গলে বঁেচে থাকার কৌশল এবং কোন কোন ফল খাওয়া যায়, সইে জ্ঞান যহেতেু শশিুদরে আছ,ে তাই তাদরে বঁেচে থাকার সম্ভাবনা আছ।ে

কলম্বয়িান ইন্সটটিউিট অব ফ্যামলিি ওয়লেফয়োররে প্রধান অ্যাস্ট্রডি ক্যাকরেসে বলনে, বছররে যে সময়টায় শশিুরা এই বর্পিযয়রে মুখে পড়ছেলি, তখন জঙ্গলে প্রচুর ফল-মূল পাওয়া যায়, কাজইে তারা এসব ফল-মূল খতেে পরেছে।ে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *