আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়: শান্ত
জিম্বাবুয়ের বিপক্ষে ৪-১ এ সিরিজ জিতেছে বাংলাদেশ। তবুও অস্বস্তি কাটছে না টাইগারদের। তার কারণ ব্যাটিং। পুরো সিরিজে ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করতে পারেননি কোনো ব্যাটার। অপেক্ষাকৃত দুর্বল প্রতিপক্ষের বিপক্ষেও দেড়শো স্ট্রাইক রেটে খেলতে পারেননি টাইগার ব্যাটাররা। তবে স্ট্রাইক রেটে কোনো সমস্যা দেখছেন না অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।
পঞ্চম টি-টোয়েন্টি শেষে সংবাদ সম্মেলনে স্ট্রাইক রেট প্রসঙ্গে শান্ত বলেন, ‘আমাদের দেশে স্ট্রাইক রেট নিয়ে অনেক কথা হয়। স্ট্রাইক রেট, স্ট্রাইক রেট, কিন্তু জিনিসটা হলো যে আপনি যদি চিন্তা করেন আমরা সম্প্রতি ভালো উইকেটে খেলা শুরু করেছি। শ্রীলঙ্কার সঙ্গে যে টি-টোয়েন্টি সিরিজটা খেললাম, ওটা ভালো উইকেটে খেলেছি। কিন্তু এই জিনিসটা সময় দিতে হবে।’
তিনি আরও বলেন, ‘আমরা যদি লম্বা সময় ধরে ভালো উইকেটে খেলার শুরু করি, ছয় মাস, এক বছর, দুই বছর তারপর আপনি দেখবেন প্রত্যেকটা ব্যাটসম্যান ভালো স্ট্রাইক রেটে ব্যাটিং করছে। এটা শুধু আন্তর্জাতিক ক্রিকেটে হলে হবে না, আমরা যে বিপিএলে খেলি ওই জায়গাতেও ভালো উইকেটে খেলতে হবে অনেক লম্বা সময় ধরে তারপর আপনি এই পার্থক্যটা দেখতে পাবেন।’