আমাদের সবকিছু মেনে নিতে হয়: মিরাজ

Share Now..

সিলেটের টেস্ট সিরিজকে শ্রীলঙ্কা মনে নিয়েছে। আর বাংলাদেশে মেনে নিয়েছে। পার্থক্যটা হয়তো এখানেই। হতশ্রী ব্যাটিং আর সঠিক সময়ে কাজের কাজ করতে না পারায় সিলেট টেস্টে হারের কাছাকাছি রয়েছে বাংলাদেশ। গতকাল লাক্কাতুরায় গোধুলির আগে নাজমুল হোসেন শান্তদের ব্যাটিং ব্যর্থতার চূড়ান্ত রূপ দেখা গেছে।

৫১০ রানের লক্ষ্যে ব্যাটিংয়ে নেমে টাইগার বাহিনী দায়িত্বহীনতার পরিচয় দিয়েছে। মাত্র ৩৭ রান তুলতেই দলটি ৫ উইকেট হারায়। আবার ফিল্ডিংয়ের সময়ে সফল ক্যাচ ধরে আবেদন না করায় ভুগতে হয়েছে, দেখতে হয়েছে প্রতিপক্ষের সেঞ্চুরি উদযাপনের মুহূর্ত। যেখানে বাংলাদেশের অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজের কণ্ঠে ফুটে উঠেছে, ‘আমাদের সবকিছু মেনে নিতে হয়।’

গতকাল সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সিরিজের প্রথম টেস্টে তৃতীয় দিনের খেলা শেষ হয়। দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে ৫ উইকেটে ৪৭ রানে দিন শেষ করেছে বাংলাদেশ। জয়ের জন্য দলটির আরো ৪৬৪ রান দরকার। হাতে রয়েছে পুরো দুইদিন। তবে উইকেট নেই অর্ধেক। বাকি পাঁচ উইকেটে এই ইনিংস কোথায় নিয়ে যাবে সেটিই এখন দেখার বিষয়। যদিও ম্যাচের গতিপথ এখন পর্যন্ত শ্রীলঙ্কার আয়ত্বে রয়েছে। গতদিন খেলা শেষে মেহেদী হাসান মিরাজ আসেন সংবাদ সম্মেলনে। বাজে ব্যাটিংয়ের বিষয়ে বলেন, ‘একটা জিনিস দেখেন, প্রফেশনাল প্লেয়ার হিসেবে আমাদের সবকিছুই মেনে নিতে হয়। ভালো সময়, খারাপ সময় সব জিনিসই আমরা মোকাবিলা করতে থাকি। অবশ্যই খারাপ লাগার বিষয়।’

সিলেটে প্রথম ইনিংসে শ্রীলঙ্কার করা ২৮০ রানের জবাবে বাংলাদেশ মাত্র ১৮৮ রানে অলআউট হয়েছে। দ্বিতীয় ইনিংসে নেমে একই পথে এগিয়ে যাচ্ছে লাল-সবুজের দল। যেখানে গোল্ডেন ডাক মেরেছেন লিটন দাস। এই বিষয়ে মিরাজ বলেন, ‘এটার ব্যাখ্যা আসলে যে প্লেয়ার খেলে সেই বলতে পারবে। পরিস্থিতি অনুযায়ী সে কী চিন্তা করছে। শেষ দিকে এটা কঠিন অবশ্যই। কিন্তু আমাদের চ্যালেঞ্জটা নিতে হবে। যারা আউট হয়েছেন এটি অবশ্যই হতাশাজনক।’ মিরাজ আরো বলেন, ‘আমাদের দক্ষতা আরো বাড়াতে হবে। আমাদের কোন জায়গায় ঘাটতি আছে। আমাদের হয়ত শট খেলার প্রবণতা একটু বেশি হচ্ছে টেস্ট ক্রিকেটে। যে বলটা খুব সহজেই আমরা ছাড়তে পারি, সেটা হয়তো খেলে দিচ্ছি, তখন হয়তো আউট হয়ে যাচ্ছি। টেস্ট ক্রিকেটে আরো উন্নতি করতে হলে খেলোয়াড়দের কাজ করতে হবে।’ সেই কাজ কতটুকু বাস্তবে রূপ নিবে, সেটিই এখন দেখার বিষয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *