আমার ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার: মাহি
কিছুদিন আগে মা হয়েছেন ঢালিউড অভিনেত্রী মাহিয়া মাহি। শারীরিকভাবে সুস্থ রয়েছেন মা ও নবজাতক। সন্তানের ছবিও প্রকাশ করেছেন তিনি। তবে মাহি তার সর্বশেষ অবস্থা জানান সোশ্যাল মিডিয়ায় সবার উদ্দেশে লেখা এক খোলা চিঠির মাধ্যমে। খোলা চিঠিতে মাহি লেখেন, ‘এই যেমন ধরো আমার মাথা ব্যথা করছে অথবা জ্বর, ঠাণ্ডা, নইলে খুব টায়ার্ড লাগছে এই সমস্ত জিনিস কারো সাথে শেয়ার করতেও আমার ভীষণ আনইজি লাগে । আমি কোনো কারণে দুর্বল এটা প্রকাশ করাটা খুব লজ্জাজনক বলে মনে হয় আমার। তুমিতো জানই।’
তিনি আরও লেখেন, ‘কিন্তু আজকে তোমাকে জড়িয়ে ধরে খুব বলতে ইচ্ছা হচ্ছে, আমার না শরীরটা খুব খারাপ লাগছে, খুব কান্না পাচ্ছে, একবার পা ব্যথা তো আবার কোমর ব্যথা, আসলে যে কি সমস্যা সেটাও বুঝতে পারছি না। শুধু এইটুক বুঝতে পারছি আমার ভীষণ ভয়ংকর রকমের এক ড্রাম ভালোবাসা দরকার। যে ভালোবাসা আমাকে কিচ্ছা শোনাতে শোনাতে ঘুম পাড়াবে, মাথায় হাত বুলিয়ে দিবে, আমার ব্যথাগুলো সেও অনুভব করবে।’
২০২১ সালের ১৩ সেপ্টেম্বর গাজীপুরের সরকার পরিবারের অন্যতম সদস্য কামরুজ্জামান সরকার রকিবের (সোশ্যাল মিডিয়ায় রকিব সরকার) সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন মাহিয়া মাহি। তার স্বামী পেশায় একজন ব্যবসায়ী এবং রাজনীতিবিদ। সম্প্রতি ওমরাহ করে এসেছেন এই দম্পতি।