আমার মা আজীবন ভালোবাসা ও নিঃস্বার্থ সেবার উদাহরণ
ব্রিটেনের স্থানীয় সময় সকাল ১০ টায় লন্ডনের সেন্ট জেমসেস প্রাসাদে অ্যাকসেশন কাউন্সিলে চার্লসকে আনুষ্ঠানিকভাবে রাজা ঘোষণা করা হয়েছে। সেখানে উপস্থিত ছিলেন অন্তত ২০০ সিনিয়র মন্ত্রী। এছাড়া চার্লসের স্ত্রীও উপস্থিত ছিলেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
চার্লসকে রাজা ঘোষণা করার পর তিনি ভাষণ দিয়েছেন। ভাষণে তিনি বলেন, আমার মা আজীবন ভালোবাসা এবং নিঃস্বার্থ সেবার উদাহরণ দিয়েছেন। আমার মায়ের শাসনকাল উৎসর্গ এবং ভক্তিতে অপরিমেয় ছিল। ভাষণে তিনি আরও বলেছেন, আমরা শোকাহত হলেও তার এই সবচেয়ে বিশ্বস্ত জীবনের জন্য ধন্যবাদ জানাই। আমি এই উত্তরাধিকার ও গুরুতর কর্তব্য এবং দায়িত্ব সম্পর্কে গভীরভাবে সচেতন। এটি এখন আমার ওপর অর্পিত হয়েছে। আজকের অ্যাকসেশন কাউন্সিলে রয়্যাল ফ্যামিলির সদস্য, দেশটির নতুন প্রধানমন্ত্রী লিজ ট্রাস, সিনিয়র রাজনীতিবিদ এবং আর্চবিশপ উপস্থিত ছিলেন।
Immersive gameplay, stunning graphics – play now Lucky Cola