‘আমার মৃ*ত্যুর খবরটি সঠিক নয়’, ম্যারাডোনার ফেসবুক হ্যাকের পর পোস্ট
২০২০ সালের ২৫ নভেম্বর মারা যান ডিয়াগো ম্যারাডোনা। পৃথিবী থেকে এই কিংবদন্তি ফুটবলার বিদায় নিলেও ভক্তদের জন্য ছিল তার সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক। তবে তার সেই ফেসবুক অ্যাকাউন্টটি পড়েছে হ্যাকিংয়ের কবলে। মঙ্গলবার (২৩ মে) ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হয়। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস। প্রতিবেদনে বলা হয়, ম্যারাডোনার ফেসবুক অ্যাকাউন্টটি হ্যাক হওয়ার পর বেশকিছু পোস্ট করা হয়। পোস্টগুলো ছিল বিভ্রান্তিকর। ম্যারাডোনার ভক্তরা বিষয়টি বুঝতে পারার পর ঝড় ওঠে সামাজিক যোগাযোগমাধ্যমে।হ্যাক হওয়ার পর ম্যারাডোনার অ্যাকাউন্ট থেকে প্রথম পোস্টে লিখা হয়, ‘তোমরা নিশ্চয়ই জানো, আমার মৃত্যুর খবরটি সঠিক নয়।’ ম্যারাডোনার ফেসবুক হ্যাক হওয়ার খবরটি নিশ্চিত করে জানায়, ‘আমরা দুঃখের সঙ্গে জানাচ্ছি যে, ডিয়েগো ম্যারাডোনার অফিসিয়াল ফেসবুক অ্যাকাউন্টে সাইবার হামলা হয়েছে। আমরা অ্যাকাউন্টটি উদ্ধার করতে চেষ্টা চালিয়ে যাচ্ছি।’
Get ready for non-stop action and adventure – start playing now! Lucky cola