আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের কেন এত সমস্যা: বাবর আজম

Share Now..

দারুণ ব্যাটিংয়ের জন্য বাবর আজম প্রশংসিত হলেও সমালোচিত হন স্ট্রাইক রেটের জন্য। টি-টোয়েন্টি ফরম্যাটের সঙ্গে বাবরের স্ট্রাইক রেট মানানসই নয়, এমন অভিযোগ পুরোনো। পাকিস্তানের তারকা এই ক্রিকেটার জানান, তিনি কত দ্রুত রান তুলবেন সেটি নির্ভর করে ম্যাচের পরিস্থিতির ওপর। 

স্বীকৃত টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত বাবর ম্যাচ খেলেছেন ২৯০টি। প্রায় ১৩০ স্ট্রাইক রেটে রান তোলা এই পাক ক্রিকেটার জানান, ইনিংসের শুরুতে উইকেট হারালে মেরে খেলা কঠিন। তিনি আরও মন্তব্য করেন মুক্তভাবে খেলাও সম্ভব হয় যদি পরিস্থিতি অনুকূলে থাকে। 

পাকিস্তানী তারকা বলেন, ‘আমি শুধু দলের জয়ের কথাই ভাবি। কীভাবে ইনিংসটাকে গড়ে তুললাম, সেটা ভাবি। স্ট্রাইক রেট ব্যাপারটা ভিন্ন গল্প। ইনিংস গড়া আর ম্যাচ জেতানো দুইটি ভিন্ন বিষয়। আমি ক্রিকেট খেলতে জানি। আমি জানি, বাড়তি কী যোগ করতে হবে, স্টাইলে কী সংযোজন করতে হবে। এখানে পরিস্থিতিটাই আসল। পরিস্থিতি অনুকূলে থাকলে তো আমি মুক্তভাবেই খেলব।’

বাবর মনে করেন, ২০০ স্ট্রাইক রেটে ব্যাট করলেও অনেকে প্রশ্ন তুলবে। তিনি বলেন, ‘আমি বুঝি না, আমার স্ট্রাইক রেট নিয়ে মানুষের এত সমস্যা কেন। হাতে উইকেট থাকলে ২০০ স্ট্রাইক রেটেও খেলা যায়। তারা বলবে ১৫০ স্ট্রাইক রেটে ব্যাট করা উচিত। এরপর আমি যদি ১৭০-এ ব্যাট করি, তখন বলবে ২০০ স্ট্রাইক রেটে খেলা উচিত। প্রত্যেকের খেলার নিজস্ব স্টাইল আছে, আমি অন্য কারো সঙ্গে নিজেকে তুলনা করতে পছন্দ করি না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *