আমিরাতে যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

Share Now..

সংযুক্ত আরব আমিরাতকে শত্রুর হাত থেকে রক্ষায় সহায়তা করতে দেশটিতে ক্ষেপণাস্ত্র বিধ্বংসী একটি ডেস্ট্রোয়ার ও যুদ্ধ বিমান মোতায়েন করতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। দেশটি ইয়েমেন বিদ্রোহীদের ক্ষেপণাস্ত্র হামলার শিকার হওয়ার পর ওয়াশিংটন এমন সিদ্ধান্ত গ্রহণ করলো। বুধবার (২ ফেব্রুয়ারি) যুক্তরাষ্ট্রের দেওয়া এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে। খবর এএফপি’র।

আরব আমিরাতে অবস্থিত মার্কিন দূতাবাস জানায়, মার্কিন প্রতিরক্ষা মন্ত্রী লয়েড অস্টিন ও আবুধাবির যুবরাজ মোহাম্মাদ বিন জায়েদ আল-নাহিয়ানের মধ্যে ফোনালাপের পর ইয়েমেন বিদ্রোহীদের ‘চলমান হুমকি মোকাবেলায় ইউএই’কে সহযোগিতা’ করতে এ যুদ্ধ জাহাজ ও যুদ্ধ বিমান মোতায়েন করা হচ্ছে।
গত মাসে আরব আমিরাতে হামলা চালায় হুথি বিদ্রোহীরা। হামলায় তিন জন নিহত হন। আহত হন আরও ছয় জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *