আমির খান-কিরণ রাও’র সঙ্গে ওয়াসফিয়া নাজরিন

Share Now..

অস্কারের জন্য ভারত থেকে মনোনীত অভিনেতা আমির খানের সাবেক স্ত্রী কিরণ রাওয়ের পরিচালিত ছবি লাপাত্তা লেডিজের ভূয়সী প্রশংসা করেছেন বাংলাদেশের এভারেস্ট বিজয়ী পর্বতারোহী ওয়াসফিয়া নাজরীন। গত ২২ নভেম্ভর ওয়াসফিয়া নাজরীনের সামাজিক যোগাযোগমাধ্যম ইন্সটাগ্রাম ও ফেসবুক পোস্ট থেকে এই তথ্য জানা গেছে।  

ওয়াসফিয়া নাজরিন তার সামাজিক যোগাযোগমাধ্যমে কয়েকটি ছবি পোস্ট করেছেন। ছবিগুলোতে আমির খান, কিরণ রাওয়ের সঙ্গে ওয়াসফিয়া নাজরিনকে দেখা গেছে। ক্যাপশনে লিখেছেন, অস্কারের প্রতিযোগিতায় আমির খান ও কিরণ রাওকে শুভেচ্ছা। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস নেটফ্লিক্সের সদরদপ্তরে লাপাত্তা লেডিজ দেখানো হয়েছে। সেখানেই আমন্ত্রণ জানানো হয় ওয়াসফিয়া নাজরিনকে। এজন্য তিনি নেটফ্লিক্স টিম ও আমির খান প্রোডাকশনকে ধন্যবাদ জানিয়েছেন।  ‘লাপাত্তা লেডিজ’ ২০০১ সালের প্রেক্ষাপটে গ্রামীণ ভারতের দুটি মেয়ের একটি হৃদয়গ্রাহী গল্প। যারা দুর্ঘটনাক্রমে ট্রেনে করে যাওয়ার সময় অদলবদল হয়ে যায়। ছবিটি প্রযোজনা করেছে রাওয়ের কিন্ডলিং প্রোডাকশনস এবং আমির খান প্রোডাকশন।

এই বছরের মার্চ মাসে মুক্তি পাওয়া এই চলচ্চিত্রটিতে রবি কিষাণ, ছায়া কদম এবং গীতা আগরওয়াল শর্মার পাশাপাশি প্রধান চরিত্রে অভিনয় করেছেন নীতাংশি গোয়েল, প্রতিভা রন্তা এবং স্পর্শ শ্রীবাস্তব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *