আমি জানি, এই যাত্রা বড্ড কঠিন: অভিনেত্রী মনীষা
লড়াইটা সহজ ছিল না, তবুও অদম্য জেদ আর সাহস নিয়ে মারণব্যাধী ক্যানসারের বিরুদ্ধে হাসিমুখে লড়াই করেছেন মনীষা কৈরালা। ৭ই নভেম্বর ছিল জাতীয় ক্যানসার সচেতনতা দিবস। আর এই বিশেষ দিনেই স্মৃতির পাতা উলটে ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা জানালেন ক্যানসার জয়ী মনীষা কৈরালা।সামাজিক যোগাযোগমাধ্যমে ছবি পোস্ট করে ২০১২ সালের পর থেকে তার জীবনের বিভিন্ন মুহূর্তের ছবি তুলে ধরেছেন মনীষা।তিনি লিখলেন, ‘সেই সব মানুষকে সাফল্যের জন্য শুভেচ্ছা জানাই, যারা ক্যানসারের মতো রোগের সঙ্গে সময় কাটাচ্ছেন এখন। ভালোবাসা পাঠালাম সবাইকে। আমি জানি, এই যাত্রা বড্ড কঠিন, কিন্তু আপনি তার থেকেও কঠিন, শক্তিশালী।’
লেখার শেষে মনীষা শ্রদ্ধা জানালেন তাদের প্রতি যারা এই রোগের সঙ্গে লড়াইয়ে জিততে পারেননি। যারা জিততে পেরেছেন তাদের সঙ্গে এই দিনটিকে উদযাপন করতে চান বলেও জানালেন মনীষা। সচেতনতা বাড়ানোর অনুরোধও জানালেন তিনি।
২০১২ সালে ওভারিতে ক্যানসার ধরা পড়েছিল মনীষার। ২০১৫ সালে তিনি সুস্থ হয়ে ওঠেন। চিকিৎসার জন্য ৬ মাস আমেরিকায় থাকতে হয়েছিল তাকে।