‘আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি’

Share Now..

‘একটি সিনেমার গল্প পড়েই তার ভবিষ্যত্ জানতে পারি। সেই জায়গা থেকে এই গল্পটা পড়ে মনে হয়েছে কাজটি করা যায়। পরিচালক নতুন বা পুরনো সেটা দেখি না, তার প্রস্তুতি ও গল্প দেখি। সবকিছু মিলে যাওয়াতে এই সিনেমাতে যুক্ত হয়েছি। আমি তরুণদের সঙ্গে কাজ করতে পছন্দ করি। আশা করছি, সিনেমাটি সব শ্রেণির মানুষের পছন্দ হবে।’—নিজের নতুন সিনেমা প্রসঙ্গে কথাগুলো বলেন জনপ্রিয় অভিনেতা ফজলুর রহমান বাবু।

নির্মাতা আরাফাত হোসাইনের ‘রঙ্গনা’ শিরোনামের একটি সিনেমা দিয়ে আবারও পর্দায় ফিরছেন শাবনুর। আর এতেই এবার যুক্ত হলেন বাবু। মঞ্চ নাটক দিয়ে ক্যারিয়ার শুরু করা এই অভিনেতা নিয়মিতই নাটক, ওয়েব সিরিজ ও সিনেমায় অভিনয় করছেন। ৪ দশকের ক্যারিয়ারে অর্জনের ঝুলিতে জমা করেছেন একাধিক জাতীয় চলচ্চিত্র পুরস্কারসহ দেশি-বিদেশি নানা পুরস্কার ও সম্মাননা।

প্রতিটি মাধ্যমে সফল পদচারণা প্রসঙ্গে জানতে চাইলে ফজলুর রহমান বাবু আরও বলেন, ‘অভিনয়ের ক্ষেত্রে আমি মাধ্যম বিবেচনা করি না। যেখানেই অভিনয় আছে, সেখানেই অভিনয় করি। সব মাধ্যমেই অভিনয় এনজয় করি। স্বাচ্ছন্দ্য নয় বরং উপভোগ করি। টেলিভিশন, চলচ্চিত্র, ওটিটি, ইউটিউব, ছাড়াও আমি রেডিওতে নিয়মিত অভিনয় করি। প্রতি সপ্তাহেই আমার নাটক রেডিওতে প্রচার হয়। তবে আমার সবচেয়ে প্রিয় জায়গা হচ্ছে মঞ্চ। কারণ মঞ্চেই আমার অভিনয়ের জন্ম।’

এদিকে চলচ্চিত্র নিয়ে অনেকে শঙ্কা প্রকাশ করলেও বিগত দুই বছরে বেশ কয়েকটি সিনেমা ব্যবসাসফল হয়েছে। পাশাপাশি দেশ-বিদেশে প্রশংসিত হয়েছে একাধিক সিনেমা। যা ঘিরে চলচ্চিত্র সংশ্লিষ্টরা আশার আলো দেখতে পাচ্ছে। বিষয়টি নিয়ে বাবু আরও বলেন, ‘বাংলাদেশের সিনেমায় সুস্থ প্রতিযোগিতা শুরু হয়েছে। এটা এদেশের সিনেমার জন্য খুব ইতিবাচক দিক। সবাই ভালো সিনেমা করার চেষ্টা করছেন। চেষ্টাটা প্রবলভাবে আছে। এভাবেই আমাদের চলচ্চিত্র শিল্পের উন্নতি হবে। শিল্পটা এগিয়ে যাবে।’

অভিনয় ছাড়াও মাঝে মাঝে নতুন গান নিয়ে হাজির হন বাবু। এই মাধ্যমটিতেও বেশ জনপ্রিয়তা পেয়েছেন তিনি। তবে কখনও গানে নিয়মিত হতে দেখা যায়নি তাকে। এর কারণ কী?—এমন প্রশ্নে ফজলুর রহমান বাবু বলেন, ‘দেখুন, আমি শখে গান করি। তবে শৈশব থেকেই আমি প্রচুর গান শুনতাম। গানের প্রতি ভালোলাগা থেকেই গুনগুন করে গান তুলতাম এবং বন্ধুদের শোনাতাম। তবে আমার গান শেখা হয়নি। অভিনয়ে এসে বুঝতে পারলাম অভিনয়ের সঙ্গে গানের একটি গভীর সমপর্ক রয়েছে। একজন ভালো ও পূর্ণাঙ্গ অভিনেতা হতে হলে গান, নাচ, পেইন্টিংসহ সবই জানতে হয়। সেই জায়গা থেকে মাঝে মাঝে দু-একটা গান গাওয়া হয়। দর্শক-শ্রোতারা আমার গানকেও যে ভালোবেসে গ্রহণ করেছেন তাতে সত্যি অন্যরকম ভালোলাগা কাজ করে নিজের ভেতর।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *