আমি স্যার হতে চাই না, সকলের প্রিয় দাদাভাই হতে চাই-বিশাল জনসভায় সাংসদ মহুল
\ ঝিনাইদহ অফিস \
“আমি কখনই এমপি হতে চাই না, আমি স্যার হতে আসিনি, আমি আপনাদের প্রিয় দাদাভাই মহুল হতে এসেছি । আমি সংবর্ধনা নিতে আসিনি, আমি এসেছি আপনাদের সাথে দেখা করতে। এই বিশাল জনসমর্থন আমাকে আরো বেশী দায়িত্বশীল হওয়ার কথাই বলছে। নির্বাচনের আগে আপনারা যেভাবে আমাকে সমর্থন দিয়েছেন, নির্বাচনের পরও সেই ভালোবাসা চাই আমি। আপনাদের পিছিয়ে পড়া জনপদকে যেন সকলকে সাথে নিয়ে আমি এগিয়ে নিতে পারি সেই দোয়া করবেন আমার জন্য। গতকাল শুক্রবার (১৯ জানুয়ারি) বিকেলে ঝিনাইদহের হরিণাকুন্ড উপজেলা বলফিল্ড মাঠে বিশাল গণসংবর্ধনা অনুষ্ঠানে এসব কথা বলেন নৌকাকে বিশাল ভোটের ব্যবধানে পরাজিত করে ঝিনাইদহ-২ আসনের স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়লাভ করা সাংসদ নাসের শাহরিয়ার জাহেদী মহুল।
হরিণাকুন্ড উপজেলা মাঠে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করে উপজেলা আওয়ামীলীগ। অনষ্ঠানটির সভাপতিত্ব করেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি মশিউর রহমান জোয়ারদার। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল, জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রানা হামিদ, সাংসদের ভাই আবু শাহরিয়ার জাহেদী পিপুল সহ উপজেলা আওয়ামীলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ, মহিলা আওয়ামীলীগের নেতৃবৃন্দসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যানবৃন্দ ।
ঝিনাইদহ পৌর মেয়র কাইয়ুম শাহরিয়ার জাহেদী হিজল বলেন, আপনারা ২০০৬ সালেও ঠিক এইভাবে আমার ভাই নবাগত এমপি মহুলকে সমর্থন দিয়েছিলেন। এই সেই মাঠ। সেদিনও কানায় কানায় পরিপূর্ণ ছিল। আজকের জনসভাতেও কানায় কানায় পরিপূর্ণ।
উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও অনষ্ঠানের সভাপতি মশিয়ার জোয়ারদার বলেন, আমরা একজন সৎ এমপি পেয়েছি। অবশ্যই তিনি তার জনগণের কথা কখনই ভুলে যাবেননা। আমাদের সাথে নিয়ে তিনি এই উপজেলার উন্নয়নে ব্যাপক ভুমিকা রাখবে।
প্রধান অতিথি নবাগত সাংসদ মহুল বলেন, ভালোবাসা ভাগাভাগি করতে চাই। কারো প্রতি বৈরী আচরণ করবেন না। যারা আমার প্রতিদ্ব›দ্বী ছিলেন তারা এখন আমার ভাই। আমি কিন্তু ঝিনাইদহ-২ আসনের এমপি। এ দুই উপজেলার সবাই আমার আপন।
তিনি আরো বলেন, আমার দুইটি কথা আছে। এক নম্বর হলো এ উপজেলার যুবকদের কর্মসংস্থানের ব্যবস্থা করা। আর দুই নম্বর হলো, কখনই আইন নিজের হাতে তুলে নেবেন না। আমরা কথনই কোন বিশৃঙ্খলা চাই না। তিনি উপজেলার শীতার্ত মানুষের জন্য ৬ হাজার কম্বল দেওয়ার কথা ঘোষণা করেন।