আমেরিকা প্রবাসী ফিরোজ কবীরের পক্ষ থেকে অসহায় ব্যক্তিকে ভ্যান প্রদান
\ সাতক্ষীরা জেলা প্রতিনিধি \
আমেরিকা প্রবাসী সাংবাদিক ফিরোজ কবীর এর ব্যক্তিগত অর্থায়নে সাতক্ষীরা জেলা সমিতি যুক্তরাষ্ট্র শাখার পক্ষে বুধবার (13 নভেম্বর) বেলা সাড়ে ১১টায় মাহমুদপুর এলাকার আব্দুর রউফ নামের একজন অসহায় মানুষকে একটি ভ্যান প্রদান করা হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাব চত্বরে তার হাতে ভ্যান তুলে দেন, সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সভাপতি একুশে টেলিভিশন ও ইত্তেফাকের জেলা প্রতিনিধি জি. এম মনিরুল ইসলাম মিনি ও সাতক্ষীরা প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক মাছরাঙা টেলিভিশন ও আমাদের সময় এর নিজস্ব প্রতিবেদক মোস্তাফিজুর রহমান উজ্জল। এ সময় সাতক্ষীরা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্য বনিক বার্তার গোলাম সারোয়ার, দৈনিক ইনকিলাবের আক্তারুজ্জামান বাচ্চু, সাংবাদিক আমিনুর রশীদ, এখন টেলিভিশনের রিপোর্টার আহসান রাজিব, সাংবাদিক রিজাউল ইসলাম, মামুন হোসেন, জনি, প্রেসক্লাবের সচিব মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে আমাদের সাতক্ষীরা, সাতক্ষীরা ব্লাড ব্যাংক গ্রুপের মুশফিকুর রহমান, শাকিল আহমেদ, সাজনিন সুলতানা, শারমিন আক্তার, আসমা খানম, এবং তারানা সুলতানা উপস্থিত ছিলেন। উল্লেখ্য সাতক্ষীরার কৃতি সন্তান তূখোড় সংগঠক ও সাংবাদিক ফিরোজ কবীর যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে স্বপরিবার বসবাস করছেন। তিনি সাতক্ষীরা জেলা সমিতির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। সাতক্ষীরা ব্লাড ব্যাংক ও আমাদের সাতক্ষীরা গ্রুপে সদর উপজেলার আলিপুর ইউনিয়নের মাহমুদপুর গ্রামের দরিদ্র অসহায় ব্যক্তি আব্দুর রউফের ভ্যানটি দূর্ঘটনায় নষ্ট হয়ে যাওয়ায় তার জীবিকা নির্বাহের জন্য একটি ভ্যানের প্রয়োজন উল্লেখ করে একটা পোস্ট দেয়। এই পোস্ট দেখে ফিরোজ কবীর তাকে একটি নতুন ভ্যান দেয়ার সিদ্ধান্ত নেন। এছাড়া ফিরোজ কবীর দীর্ঘদিন ধরে অনেকটা নীরবে অসহায় দরিদ্র মানুষের বিভিন্ন ভাবে সহযোগিতা করেন।
Challenge accepted Join the action and prove your worth Lucky Cola