আম্বানিদের কর্মচারীর সঙ্গে অনন্যার প্রেমের গুঞ্জন
বলিউড তারকা আদিত্য রায় কাপুরের সঙ্গে বিচ্ছেদের কয়েক মাস পর অনন্যা পাণ্ডের নতুন পেমের গুঞ্জন শোনা যাচ্ছে।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদেন অনুযায়ী, সম্প্রতি বলিউডের প্রাক্তন মডেল ওয়াকার ব্লাঙ্কোর সঙ্গে অনন্যা পাণ্ডে ডেটিং করছেন বলে খবর ছড়িয়েছে। ইন্ডিয়া টুডের বরাতে হিন্দুস্তান টাইমস আরও জানিয়েছে, অনন্ত আম্বানি এবং রাধিকা মার্চেন্টের প্রাক-বিবাহ অনুষ্ঠানের ক্রুজ পার্টিতে অনন্যা ওয়াকারের সঙ্গে দেখা করে। বর্তমানে দু’জনের মধ্যে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক গড়ে উঠেছে।
ওয়াকার জামনগরের বাসিন্দা এবং আম্বানিদের ভানতারা অ্যানিমেল পার্কে কাজ করে। বিয়ের অনুষ্ঠানে অনন্যা সবাইকে ওয়াকারের সঙ্গে তার সঙ্গী হিসেবে পরিচয় করিয়ে দিয়েছিল। একটি রোমান্টিক গানে একাধিক লোক তাদেরকে একসঙ্গে নাচতে দেখেছে।
চলতি বছরের মে মাসে আদিত্য রায় কাপুর এবং অনন্যার বিচ্ছেদ হয়েছে।
নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ‘খো গেয়ে হাম কাহান’-এ শেষবার অনন্যা পাণ্ডেকে দেখা গিয়েছিল। যেখানে তাকে সিদ্ধান্ত চতুর্বেদী এবং আদর্শ গৌরবের সঙ্গে অভিনয় করতে দেখা গেছে। তার পরবর্তী সিরিজ ‘কল মি বে’ মুক্তির অপেক্ষায় রয়েছে।