আম্বানিবাড়ির বিয়ের চাট খাওয়া হয়নি নিক-প্রিয়াঙ্কার

Share Now..

ভারতের ধনকুবের মুকেশ আম্বানি পুত্রের বিয়েতে যোগ দিতে স্বামী নিক জোনাসকে নিয়ে অনুষ্ঠানের একদিন আগেই মুম্বাই পৌঁছে গিয়েছিলেন বলিউড অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া। কিন্তু বিয়ের পরদিনই ভারত ছাড়েন নিক-প্রিয়াঙ্কা। 

ভারতীয় সংবাদ মাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, অনন্ত-রাধিকার বিয়ের আসরে নিক-প্রিয়াঙ্কার উজ্জ্বল উপস্থিতি নজর কেড়েছে নেটিজেনদের। কিন্তু সেই সুদূর মার্কিন মুলুক থেকে বিয়ের জন্য উড়ে এসেও ঠিকমতো খেতেই পারলেন না তিনি। 

অনন্ত-রাধিকার বিয়েতে প্রায় নানা প্রদেশের ২৫০০ পদ ছিল। সেই তালিকায় বারাণসির স্ট্রিট ফুডে নানা চাট ভাণ্ডারের পাশাপাশি রকমারি পরোটা, কুলচা, নারকেলের শত পদও ছিল। এদিকে স্পাইসি চাট প্রিয়াঙ্কার ভীষণ প্রিয়। 

কিন্তু এদিন চাট ভান্ডারের মুখোমুখিই হতে পারলেন না অভিনেত্রী। এতো প্রিয়সব খাবার মিস করার কথাও নিজেই জানিয়েছেন ‘দেশি গার্ল’।

দেশ ছাড়ার পর স্যোশাল মিডিয়ায় অনন্ত-রাধিকার জন্য বিশেষ বার্তা দিয়েছেন অভিনেত্রী। তিনি লেখেন,‘বরযাত্রীদের সঙ্গে চাট এবং নাচ মিস্ করলাম। আমার পরিচিত দু’জন সুন্দর মানুষের উদ্‌যাপনে কী সুন্দর একটা রাত কাটল।’

অনন্ত-রাধিকার বিয়ের দিন মুম্বাইয়ের রেড কার্পেটে প্রিয়াঙ্কা ও নিক দুজনেই হাজির ছিলেন গ্ল্যামারাস লুক নিয়ে। এছাড়া বিয়ের অনুষ্ঠানে তুমুল আনন্দে নেচেছেন তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *