আম্বানির ছেলের বিয়েতে মঞ্চ মাতালেন রিয়ানা
সাত বছরে পর মঞ্চে ফিরলেন ‘পপ কুইন’ খ্যাত রিয়ানা। অনন্ত আম্বানি ও রাধিকা মার্চেন্টের বিবাহ পূর্ববর্তী আনুষ্ঠানিকতার প্রথম দিনে প্রায় ১২০০ দর্শকের সামনে মঞ্চ মাতিয়েছেন তিনি।
এর আগে ভারতের মঞ্চে কখনো গান পরিবেশন করেননি রিয়ানা। তাই রিয়ানার পারফরম্যান্স নিয়ে সবার আগ্রহ ছিল একটু বেশি। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য এই সপ্তাহের শুরুতে ১২ ফুট উচ্চতার বেশ কয়েকটি লাগেজ নিয়ে গুজরাটের জামনগরে আসেন রিয়ানা।
গতকাল ফ্লুরোসেন্ট সবুজ রঙের একটি শিমারি গাউন পরে মঞ্চে আসেন রিয়ানা। একের পর এক সুপারহিট গান পরিবেশন করে দর্শকদের মাতিয়ে তোলেন।
হিন্দুস্তান টাইমস জানায়, এই অনুষ্ঠানে গান পরিবেশনের জন্য পারিশ্রমিক হিসেবে রিয়ানা নিচ্ছেন ৫২ কোটি রুপি। তবে ইকোনোমিক টাইমস-সহ কয়েকটি সংবাদমাধ্যম বলছে, এ অনুষ্ঠানে এক রাতে পারফর্মের জন্য ৭৭ কোটি রুপি নিয়েছেন এই ‘পপ কুইন’।
হিন্দুস্তান টাইমসের তথ্য অনুযায়ী, মোট ৪০ মিনিট মঞ্চে ছিলেন রিয়ানা। ভারতীয় সংস্কৃতির প্রতি সম্মান জানিয়ে খালি পায়ে গান পরিবেশন করেন তিনি। পুরো সময় পোশাকও পরিবর্তন করেননি, শুধু শেষদিকে একটি গোলাপি টুপি পরেন।