আরও এক বিশ্বকাপ খেলতে চান সাকিব 

Share Now..

আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত জাতীয় দলের হয়ে খেলবেন সাকিব আল হাসান। ২০২৩ ওয়ানডে বিশ্বকাপ খেলতে যাওয়ার আগে এমনটা জানিয়েছিলেন বিশ্বসেরা এই অলরাউন্ডার। সেই হিসেবে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপই সাকিবের শেষ বিশ্বকাপ। তবে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরুর আগে আরও একটি বিশ্বকাপ খেলতে চাওয়ার কথা জানালেন সাকিব।

বিশ্বকাপকে কেন্দ্র করে দলে থাকা ক্রিকেটারদের ধারাবাহিক সাক্ষাৎকার প্রকাশ করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। শুক্রবার (৩১ মে) সাকিবের সাক্ষাৎকার প্রকাশ করেছে বিসিবি। সেখানে তিনি বলেন, ‘প্রথম বিশ্বকাপ থেকে শুরু করে এ পর্যন্ত যতগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপ হলো সবগুলোতেই অংশ নিতে পেরেছি। আমার জন্য এটা গর্বের ও আনন্দের। একই সময়ে যেহেতু দেশের প্রতিনিধিত্ব করছি, অনেক ভালো লাগার একটা জায়গা আছে।’ 

আরও একটি বিশ্বকাপ খেলার আগ্রহের কথা জানিয়ে সাকিব বলেন, ‘আমি এবং রোহিত শর্মাই হয়তো মাত্র দুজন খেলোয়াড় যারা সবগুলো টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছে। আশা করব আরও একটি বিশ্বকাপ যেন খেলতে পারি। তার আগে এই বিশ্বকাপে পারফরম্যান্সটা যেন ভালো থাকে। বাংলাদেশ যেন অন্যান্য যে কোনো টি-টোয়েন্টি বিশ্বকাপের চেয়ে ভালো ফল করে আসতে পারে’

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের লক্ষ্য প্রসঙ্গে এই টাইগার অলরাউন্ডার আরও বলেন, ‘আমার নামের পাশে আমি কিছু দেখতে চাই না। একটি জিনিসই চাই যেন বাংলাদেশের হয়ে অবদান রাখতে পারি। এই বিশ্বকাপে যেন বাংলাদেশের হয়ে ভালো কিছু করতে পারি।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *