আরিয়ান-তৌসিফ-জোভানের ত্রিভুজ প্রেম!
তারকা নির্মাতা মিজানুর রহমান আরিয়ান এবং সময়ের দুই জনপ্রিয় টিভি নায়ক তৌসিফ ও জোভান। এবারই প্রথম তারা এক হলেন। একটি ত্রিভুজ প্রেমের গল্প নিয়ে আরিয়ান নির্মাণ করছেন বিশেষ নাটক ‘কেউ কারো নয়’। এর প্রধান দুই নায়ক চরিত্রে অভিনয় করছেন তৌসিফ ও জোভান। তাহলে নায়িকা কে?
আরিয়ান বললেন, ‘গল্পটা ত্রিভুজ প্রেমের। তাই দুই নায়কের বিপরীতে একজন নায়িকা তো থকছেই। তবে সেই নামটি আমরা এখনই প্রকাশ করতে চাইছি না। কারণ, বিষয়টি দর্শকদের জন্য বড় চমক হিসেবে ধরে রাখতে চাই। এটুকু বলছি, সেই নায়িকা বা প্রেমিকা বেশ জনপ্রিয় তারকা বটে!’
সিএমভি’র ব্যানারে নির্মিতব্য এই বিশেষ নাটকটি মুক্তি পাচ্ছে আসছে ঈদে প্রতিষ্ঠানটির ইউটিউব চ্যানেলে।
‘কেউ কারো নয়’ নাটকের বিশেষত্ব বলতে গিয়ে আরিয়ান বলেন, ‘সত্যিকার অর্থে লাভ ট্রায়েঙ্গেল বলতে যা বোঝায়, সেটা আমাদের এখানে এখন আর খুব একটা হয় না। কারণ, এই ত্রিভুজ গল্পের কাস্টিং হতে হয় কাছাকাছি মাপের শিল্পী। মানে তিনজনকেই হতে হয় সমবয়সী, সমান জনপ্রিয় এবং সমান অভিনয় করার ক্ষমতা। ফলে একসঙ্গে এমন তিনজনকে পাওয়া বেশ কঠিন এখানে। সেই অভাব বা আক্ষেপ থেকেই আমি এই কাজটি করছি। চেষ্টা করেছি সত্যিকারের লাভ ট্রায়েঙ্গেল নির্মাণ করার।’
‘কেউ কারো নয়’ এর গল্প, চিত্রনাট্য ও সংলাপ করেছেন মিজানুর রহমান আরিয়ান নিজেই।
Victory is just a respawn away Play hard Lucky Cola