আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে
আগামী ২৪ ঘণ্টা দেশের আকাশ আংশিক মেঘলাসহ দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এছাড়া বঙ্গোপসাগরে আরেকটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলে সোমবার (১৪ নভেম্বর) রাতে এ পূর্বাভাস দেয়।
আবহাওয়া অফিস বুলেটিনে বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ উত্তরপূর্ব বঙ্গোপসাগরে অবস্থান করছে। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বিহার এবং তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে।
এতে বলা হয়, মঙ্গলবার (১৫ নভেম্বর) সন্ধ্যা পর্যন্ত সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকবে। এ সময় দেশের আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা থাকতে পারে। ভোরের দিকে দেশের কোথাও কোথাও হালকা কুয়াশা থাকতে পারে। সারাদেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।
রংপুর বিভাগের সৈয়দপুরে সর্বোচ্চ তাপমাত্রা ৩২ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ১৩ দশমিক ৪ ডিগ্রি রেকর্ড করা হয়েছে।
এছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে। বর্ধিত পাঁচ দিনের আবহাওয়ার অবস্থা সামান্য অপরিবর্তিত হতে পারে
Build your empire and crush your enemies in real-time strategy! Lucky Cola