আরো দশ বছর খেলতে চান বিজয়

Share Now..

খুলনায় ২০১২ সালে  ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ওয়ানডে ফরম্যাটে মাঠে নামার মাধ্যমে টাইগারদের হয়ে আন্তর্জাতিক অভিষেক হয় উইকেটরক্ষক ব্যাটার এনামুল হক বিজয়ের। ক্যারিয়ারের শুরুটা দারুণ ছিল তার। প্রথম ম্যাচেই ৪১ রানের ইনিংস খেলেন তিনি, ঐ ম্যাচে হাফ সেঞ্চুরির দেখা না পেলেও পরবর্তী ম্যাচেই খেলে ফেলেন জাদুকরী তিন অঙ্কের ইনিংস। শুধু তাই নয় ফিল্ডিংয়েও বরাবরই দুর্দান্ত তিনি।

সব কিছু মিলেয়ে এরপর কয়েক বছর ধারাবাহিক ভাবেই দলের নিয়মিত মুখ হয়ে ওঠেন তিনি। তবে ২০১৫ সালে বিশ্বকাপে চোটে পড়ে ছিটকে যান। তারপর থেকে আর দলে সেইভাবে দেখা যায়নি বিজয়কে। কিন্তু সম্প্রতি সময়ে কোচ হাথুরুসিংহে তাকে পর্যবেক্ষণে রেখেছেন। বর্তমানে প্রায়ই তাকে স্কোয়াডে সুযোগ দেওয়া হচ্ছে সবশেষ নিউজিল্যান্ড সফরেও ওয়ানডে সিরিজে ছিলেন তিনি। আর এমন ফিরে আসার সুযোগটা কাজে লাগাতে চান এই উইকেটরক্ষক ব্যাটার খেলতে চান আরো ১০ বছর। গতকাল দেশের এক গণমাধ্যমের সঙ্গে সাক্ষাত্কার দেওয়ার সময় এমনটি জানিয়েছেন বিজয়।

বিজয়ের বর্তমান বয়স ৩১ বছর। তার ভবিষ্যতে ক্রিকেট নিয়ে পরিকল্পনার কথা জানতে চাইলে তিনি আরো ১০ বছর খেলার ইচ্ছা প্রকাশ করেন। তার আগে ক্যারিয়ারে কি হয়েছে কি হয়নি তা নিয়ে আলোচনা করতে চান না। বলেন, ‘আমি আরো ১০ বছর খেলতে চাই……এখন পর্যন্ত চেষ্টা করছি, ফলাফল তো সৃষ্টিকর্তা লেখে রাখে সব কিছু তার ওপরই আছে তবে চেষ্টা আমাদের হাতে। তো আমি চেষ্টা করে যাচ্ছি নিজেকে মেলে ধরার। এখনো পরিপূর্ণতা পাইনি এটা সত্য, তবে আসতে কতক্ষণ। তো আমি চেষ্টা করব ভবিষ্যত্টা ভালো করতে তাই বর্তমানে ফোকাস থেকে ভালো করার চেষ্টা করব।’

তবে জাতীয় দলের বাইরে থাকলেও বিজয় নিয়মিত মুখ ঘরোয়া লিগগুলোতে। করছেন ধারাবাহিক পারফরমও। গেল কয়েক মৌসুমে বাংলাদেশ প্রিমিয়ার লিগেও (বিপিএল) দারুণ খেলছেন তিনি। সেই ধারাবাহিকতাই ধরে রাখতে চান আসন্ন বিপিএলে। খুলনা টাইগার্সের হয়ে মাঠ মাতাতে দেখা যাবে তাকে। এছাড়া এবার যেহেতু টি-টোয়েন্টি বিশ্বকাপের বছর তাই তার সামনে সুযোগ রয়েছে এই আসরে আলো ছড়িয়ে আসন্ন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজে অনুষ্ঠিত হতে যাওয়া আসরটিতে টাইগার স্কোয়াডে যুক্ত হওয়ার পথ করারও। এ প্রসঙ্গে বলেন, ‘বিপিএলটা সব সময় আমাদের জন্য একটা বড় মঞ্চ। আমরা প্রিমিয়ার লিগ খেলি কিংবা এনসিএল খেলি বা বিসিএল খেলি তো আমাদের বিপিএলের সময় কিন্তু একটা মিডিয়া বলেন মার্কেটিং বলেন ফ্যামিলি থেকে শুরু করে ফ্রেন্ড সবাই একটা আশা নিয়ে থাকেন। তো বিপিএল একটা দারুণ মঞ্চ, পারফর্ম করলে পরে সবারই চোখে আসে…. আমিও বিপিএল থেকেই উঠে এসেছি। তো বিপিএল সব সমই বেশ উত্তেজনার হয় এবারও তার ব্যতিক্রম নয়। চেষ্টা করব বিপিএলে ভালো খেলে আবার দলে ফিরে আসার।’

গেল ডিসেম্বর মাসে নিউজিল্যান্ড সফরে গিয়ে প্রথম বারের মতো কিউইদের তাদের ঘরের মাটিতে ওয়ানডে ফরম্যাটে হারিয়ে এসেছে বাংলাদেশ। সেই দলেরই একজন ছিলেন বিজয়। এছাড়া টাইগারদের এই সফরের দলটি বেশ তরুণ ছিল, ছিলেন না সাকিব, তামিম, মাহমুদউল্লাহ, তাসকিন, এবাদতদের মতো তারকা খেলোয়াড়রা। তবুও দারুণ ইতিহাস গড়ে এসেছে তারা। বিজয়ের মতে এই দলকে আরো সময় দিয়ে এমন আরো দারুণ সাফল্য আসবে। বলেন, ‘দলটা একেবারেই তরুণ, এদেরকে একটু সময় দেওয়া লাগে। সেখানেই আমরা এতবড় একটা সাফল্য নিয়ে এসেছি। এইটা দেশের ক্রিকেটের জন্য একটা বড় প্রাপ্তি। অনেকের নিউজিল্যান্ডে এটি প্রথম সফর ছিল অনেকের আবার দ্বিতীয় বা তৃতীয় বার। সেই অনুযায়ী বলতে গেলে সব মিলিয়ে দল ভালো করেছে, সবার এপ্রোচ ছিল, পারফর্মম্যান্স ভালো ছিলো, স্বপ্ন বড় ছিল। তো আমার কাছে মনে হয় দারুণ একটি টুর্নামেন্ট ছিল।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *