আ’লীগের মনোনয়ন পরিবর্তনের দাবিতে বিক্ষোভ

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী পরিবর্তনের দাবিতে ঝিনাইদহে বিক্ষোভ করেছে কয়েক’শ নারী পুরুষ। এ সময় তারা ব্যানার ফেস্টুন নিয়ে শহরের বীর শ্রেষ্ঠ হামিদুর রহমান স্টেডিয়াম এলাকায় অবস্থান করেন। এ সময় কালীচরণপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মুন্সী আব্দুস সাত্তার, সাধারণ সম্পাদক মনোয়ার হোসেন, সহ-সভাপতি মোদাচ্ছের হোসেন মেম্বর, মুক্তিযোদ্ধা দলিল উদ্দিন আহম্মেদ, আজিজুর রহমান তিতু, আব্দুল গফুর, ইউপি সদস্য পিন্টু শিকদার, মিজানুর রহমান মিজু, উজ্জল হোসেন, ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ফজল মন্ডল, কবির হোসেন, জয়নাল হোসেন, নওশের খাঁ, মকবুল বিশ্বাস, খলিল বিশ্বাস, যুবলীগ নেতা হারুন-অর-রশিদ ও ছাত্রলীগ নেতা হারুন মিয়া উপস্থিত ছিলেন। তাদের অভিযোগ, বর্তমান চেয়ারম্যান কৃষ্ণ পদ দত্ত শারিরীক ভাবে গুরুতর অসুস্থতার কারণে বিগত দুই বছর একজন ইউপি সদস্য’র উপর ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব দিয়ে বিশ্রামে রয়েছেন। চেয়ারম্যানের অনুপস্থিতে এলঅকার মানুষ নানা কাজে হয়রানী হচ্ছেন। অথচ শারীরিক ভাবে অসুস্থ ওই ব্যক্তিকেই নৌকা প্রতিক দেওয়া হয়েছে। তারা গুরুতর অসুস্থ কৃষ্ণ পদ দত্ত’র মনোনয়ন বাতিল করে অন্য কোন প্রার্থীকে দেওয়ার জন্য দাবী জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *