আশরাফুলের রেকর্ড ভাঙলেন লিটন
বৃষ্টি বাধার পর ১৭ ওভারে শুরু হয়ে বাংলাদেশ-আয়ারল্যান্ডের মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচ। টস হেরে ব্যাট করতে নেমে ১৮ বলে অর্ধশতক পূরণ করেন ওপেনার লিটন দাস। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এটিই এখন বাংলাদেশের দ্রুততম ফিফটি। ২০ বলে করা আশরাফুলের দ্রুততম ফিফটির রেকর্ড ভেঙে দিয়েছেন লিটন।প্রথমে ব্যাট করতে নেমে দেখেশুনে খেলতে থাকেন দুই টাইগার ওপেনার লিটন দাস ও রনি তালুকদার। প্রথম ওভার থেকে ৮ রান সংগ্রহ করে তারা। তবে ইনিংসের দ্বিতীয় ওভার থেকে আগ্রাসী ব্যাটিং করতে থাকে এই দুই ওপেনার। দ্বিতীয় ওভার থেকে ১৩ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।
এরপর ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলেই চার মারেন রনি। দ্বিতীয় সিঙ্গেল নিলে স্ট্রাইক পান লিটন। ওভারের তৃতীয় বলে ছক্কা হাঁকান লিটন। এই ওভার থেকে ১৬ রান সংগ্রহ করেন তারা।
ইনিংসের চতুর্থ ওভারের প্রথম বলে ছক্কা ও দ্বিতীয় ও তৃতীয় বলে চার মারেন লিটন। এই ওভার থেকে ১৭ রান নেন তারা। পাওয়ার প্লের শেষ ওভার থেকে ১৯ রান সংগ্রহ করেন লিটন ও রনি। ইনিংসের ৬ ওভারের প্রথম বলে সিঙ্গেল নিয়ে ১৮ বলে অর্ধশতক পূরণ করেন লিটন। ২০০৭ সালে জোহানেসবার্গে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ২০ বলে ফিফটি করেছিলেন আশরাফুল।