আসামে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় নিহত ১২
আসামে দুর্ঘটনায় কমপক্ষে ১২ জন নিহত হয়েছেন এবং আহত হয়েছেন অন্তত ২৫ জন। বুধবার (৩ জানুয়ারি) সকালে গোলাঘাট জেলায় একটি যাত্রীবাহী বাস ও একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে এ এঘটনা ঘটে। এক প্রতিবেদনে এমনটি জানিয়েছে ফ্রি প্রেস জার্নাল।
প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার ভোর ৫টার দিকে আসামের দেরগাঁওয়ে ট্রাকের সঙ্গে ৪৫ জনকে বহনকারী একটি বাসের সংঘর্ষে অন্তত ১২ জন নিহত এবং আরও ২৫ জন গুরুতর আহত হয়েছেন।
পুলিশ জানিয়েছে, পিকনিকে যাওয়ার উদ্দেশে ভোর ৩ টার দিকে ওই বাসে করে যাত্রীরা তাদের যাত্রা শুরু করে এবং গন্তব্যে পৌঁছানোর আগেই মার্গেরিটা থেকে আসা একটি কয়লাবোঝাই ট্রাকের সাথে দেরগাঁওয়ে বাসটির মুখোমুখি সংঘর্ষ হয়।
ঘটনাস্থলেই মারা যাওয়া যাত্রীদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। পুলিশ বিষয়টি তদন্ত করছে।