আহত অবস্থায় হাসপাতালে ভর্তি বিপিন রাওয়াত
Share Now..
ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ ও সাবেক সেনাপ্রধান জেনারেল বিপিন রাওয়াতসহ দেশটির জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তাদের বহনকারী একটি হেলিকপ্টার বিধ্বস্তের ঘটনা ঘটেছে। দুর্ঘটনাস্থল থেকে এখন পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার হয়েছে। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।
প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (৭ ডিসেম্বর) দেশটির দক্ষিণাঞ্চলীয় রাজ্য তামিলনাড়ুতে এই সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত হয়। বিপিন রাওয়াতকে আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে।
হেলিকপ্টার বিধ্বস্তে হতাহতের তালিকা এখনো নিশ্চিত করা হয়নি। তবে এতে ভারতের প্রতিরক্ষা প্রধান বিপিন রাওয়াতসহ ১৪ জন সামরিক কর্মকর্তা ছিলেন।
টাইমস অব ইন্ডিয়া জানায়, ঘটনাস্থল থেকে কিছু মরদেহ উদ্ধার করা হয়েছে। তবে এখনো কারও পরিচয় প্রকাশ করা হয়নি।