আয়োজনে আনজুমান মফিদুল ইসলাম ঝিনাইদহে দরিদ্র মহিলা প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদপত্র বিতরণ

Share Now..


স্টাফ রিপোর্টার, ঝিনাইদহঃ
ঝিনাইদহ আনজুমান মফিদুল ইসলাম দারিদ্র বিমোচন প্রকল্পের আওতায় সেলাই প্রশিক্ষণ কেন্দ্রে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। এ উপলক্ষে গতকাল সেমবার দুপুরে জেলা প্রশাসকের সন্মেলন কক্ষে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে সনদপত্র বিতরণ করেন ঝিনাইদহের জেলা প্রশাসক মোঃ মজিবর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ সেলিম রেজা। সভাপতিত্ব করেন ঝিনাইদহ আনজুমান এর সভাপতি গনমাধ্যমকর্মী আমিনুর রহমান টুকু। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম, ডাঃ মুন্সি মোঃ রেজা সেকেন্দার, মোঃ হাফিজুর রহমান, মোঃ হানিফ আলী, মোঃ কামরুজ্জামান প্রমুখ। অনেকের মধ্যে উপস্থিত ছিলেন সমাজ সেবা কার্যালয়ের উপপরিচালক মোঃ আব্দুল লতিফ, মুক্তিযোদ্ধা আনোয়ারুল ইসলাম, সাবেক কৃষি কর্মকর্তা আহাম্মদ আলী, মিজানুর রহমান মাসুম ও আহসান হাবীব রণক। প্রধান অতিথি বলেন, প্রশিক্ষণপ্রাপ্ত দুস্থ অসহায় মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হবে। উল্লেখ্য আনজুমান মফিদুল ইসলাম দীর্ঘদিন ধরে বে-ওয়ারিশ লাশ দাফন, দুস্থ মহিলাদের মধ্যে, কাপড়, খাদ্য বিতরণ, শিশুদের কুরআন শিক্ষা কার্যক্রম, বিধবা মহিলাদের সাবলম্বী হওয়ার জন্য প্রশিক্ষণ প্রদানসহ বিভিন্ন কার্যক্রম করে আসছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *