ইংল্যান্ডের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা
Share Now..
নিরাপত্তা শঙ্কায় রাওয়ালপিন্ডিতে সিরিজের প্রথম ওয়ানডে শুরুর আগ মুহূর্তে গতকাল পাকিস্তান সফর বাতিল করেছে সফরকারী নিউজিল্যান্ড দল।
কিউইদের এমন সিদ্ধান্তের পর এবার ইংল্যান্ড দলের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা সৃষ্টি হয়েছে। সফর নিয়ে চিন্তিত ইংল্যান্ড অ্যান্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইংলিশ পত্রিকা টেলিগ্রাফে প্রকাশিত এক রিপোর্টে এ কথা বলা হয়েছে।
দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে ১৬ বছর পর আগামী অক্টোবরে পাকিস্তান সফর করার কথা ছিলো ইংল্যান্ডের পুরুষ ও নারী দলের। সূচি অনুযায়ী করাচিতে আগামী ১৪ ও ১৫ অক্টোবর অনুষ্ঠিত হওয়ার কথা ছিল ম্যাচ দু’টি। ২০০৫ সালে সর্বশেষ পাকিস্তান সফর করেছিলো ইংল্যান্ড দল